২১ শে এপ্রিল'২০২১, কোচবিহার: সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশে খাদ্যের দাবিতে বিভিন্ন প্রান্তে বুভুক্ষু মানুষের আন্দোলন চলছিল। কোচবিহারেও চরম খাদ্যের সঙ্কট দেখা দিলে ১৯৫১ সালের ২১ শে এপ্রিল হাজার হাজার ভুখা জনতা তৎকালীন ডি সি অফিসের উদ্দেশ্যে মিছিল করে এগিয়ে আসছিল। মিছিল সাগর দীঘির দক্ষিণ প্রান্তে এলেই তৎকালীন কংগ্রেস সরকার তার পুলিশ দিয়ে শান্তিপূর্ণ নিরস্ত্র মিছিলের উপর গুলি বর্ষণ করে। কংগ্রেস সরকারের পুলিশের দ্বারা ৫ জন শহীদের মৃত্যুবরণ করেন। সেই থেকেই প্রতি বছর আজকের দিনটিকে ঐতিহাসিক খাদ্য আন্দোলনের শহীদ দিবস হিসেবে পালন করা হয়।
আজ সকালবেলা সাগর দিঘীর সংলগ্ন শহীদ বেদীতে মাল্যদানকরেনএসইউসিআই