অন্যরা ভুলে গেলোও ভোলেনি SUCI, পঞ্চ শহীদ স্মরণে আন্দোলনের আহ্বান এই বিপ্লবী দলের।



২১ শে এপ্রিল'২০২১, কোচবিহার: সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশে খাদ্যের দাবিতে বিভিন্ন প্রান্তে বুভুক্ষু মানুষের আন্দোলন চলছিল। কোচবিহারেও চরম খাদ্যের সঙ্কট দেখা দিলে ১৯৫১ সালের ২১ শে এপ্রিল হাজার হাজার ভুখা জনতা তৎকালীন ডি সি অফিসের উদ্দেশ্যে মিছিল করে এগিয়ে আসছিল। মিছিল সাগর দীঘির দক্ষিণ প্রান্তে এলেই তৎকালীন কংগ্রেস সরকার তার পুলিশ দিয়ে শান্তিপূর্ণ নিরস্ত্র মিছিলের উপর গুলি বর্ষণ করে। কংগ্রেস সরকারের পুলিশের দ্বারা ৫ জন শহীদের মৃত্যুবরণ করেন। সেই থেকেই প্রতি বছর আজকের দিনটিকে ঐতিহাসিক খাদ্য আন্দোলনের শহীদ দিবস হিসেবে পালন করা হয়।
আজ সকালবেলা সাগর দিঘীর সংলগ্ন শহীদ বেদীতে মাল্যদানকরেনএসইউসিআই
(কমিউনিস্ট) দলের কোচবিহার জেলা সম্পাদক শিশির সরকার। মাল্যদান করেন কোচবিহার শহর লোকাল কমিটির সম্পাদক নেপাল মিত্র সহ আরো অনেকে। দলের পক্ষ থেকে দাবি জানিয়ে  বলা হয়, যে জনজীবন সচল করতে দ্রব্য মূল্য বৃদ্ধি ও সরকারের উদাসীনতার বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন গড়ে তোলা প্রয়োজন।

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য দিন

নবীনতর পূর্বতন