অতি অল্প বয়সে লেখালেখি ও সাংবাদিকতার প্রতি প্রথম থেকেই ঝোঁক ছিল তুফানগঞ্জর
মেধাবী কন্যা পর্ণা কার্জীর। কিন্তু বাড়ির আবদারে BSC নার্সিং এ অ্যাডমিশন নেন পর্ণা। বর্তমানে সে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে এস এন সি ইউ বিভাগে কর্মরত রয়েছেন। প্রথম থেকে সাংবাদিকতার প্রতি একটা অধিক আগ্রহ থাকায় পর্ণা নার্সিং এর পাশাপাশি কুচবিহারের একটি অতি সুপরিচিত নিউজ চ্যানেল খবরিয়া 24 এ দক্ষতার সঙ্গে সঞ্চালনা করছেন। নিজের বাসস্থান থেকে নিউজ চ্যানেলের স্টুডিওটি প্রায় ২৫ কিলোমিটার দূরত্ব হওয়া সত্বেও তিনি নার্সিং এর পাশাপাশি অদম্য মানসিক শক্তিকে হাতিয়ার করে প্রতিনিয়ত কর্মস্থলে যাতায়াত করছেন। সম্প্রতি তিনি একটি স্কুটিও ক্রয় করেছেন। বর্তমানে তিনি তার নিজস্ব স্কুটিটি ব্যবহার করে প্রতিনিয়ত সংশ্লিষ্ট চ্যানেলের স্টুডিওতে যাতায়াত করছেন।
কিন্তু গতকাল কোচবিহারের হরিশ পাল চৌপথিতে একটি পথ দুর্ঘটনায় তিনি মারাত্মকভাবে আহত হয়ে কোচবিহারের একটি বেসরকারী নার্সিং হোমে ভর্তি রয়েছেন। হঠাৎ করে তার এই দুর্ঘটনার খবর পেয়ে উৎকণ্ঠায় তুফানগঞ্জ বাসী।