তুফানগঞ্জ মহকুমা জুড়ে দর্শন বিষয়ে সাফল্যের শীর্ষে মুর্শিদ আলির ছাত্র-ছাত্রীরা ? যেন নম্বরের বন্যা !

তুফানগঞ্জ মহকুমায় একাদশ -দ্বাদশ শ্রেণীর গৃহ শিক্ষক হিসেবে অসাধারণ সাফল্যের নজির স্থাপন করলেন ধলপলের মুর্শিদ আলী। এবছর 2022 সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় তার কোচিংয়ে  পাঠরত ছাত্র-ছাত্রীরা দর্শন বিষয়ে 90% এর উপরে নম্বর পেয়ে শিক্ষকের নাম উজ্জ্বল করেছেন।

তুফানগঞ্জ মহকুমার বিভিন্ন উচ্চমাধ্যমিক স্কুলের ছাত্র-ছাত্রীরা দর্শন বিষয়ে মুর্শেদ আলির উপরেই নির্ভর করে থাকেন এবং তার কোচিংয়ে সব সময় ছাত্র-ছাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ করা যায়।নিজের কোচিংয়ের ছাত্র-ছাত্রীদের দর্শন বিষয়ে অসাধারণ সাফল্যে বেজায় আপ্লুত মুর্শিদ আলী। নিজের কোচিংয়ের ছাত্র-ছাত্রীদের এহেন সাফল্যের খতিয়ান মুর্শিদ বাবু নিজেই তাঁর টুইটারে প্রকাশ করেছেন।


সোশ্যাল মিডিয়ায়ও যা ব্যাপক ভাইরাল হয়েছে। হুবহু সেই ভাইরাল সাফল্যের তালিকা নিম্নে উল্লেখ করা হলো  হল--
প্রসঙ্গত: উল্লেখ্য মুর্শেদ আলি  বর্তমানে তুফানগঞ্জ পৌরসভার 3 নং ওয়ার্ডের অন্তর্গত মদনমোহন মন্দির  সংলগ্ন একটি স্থানে ইতিমধ্যে একাদশ ও দ্বাদশ শ্রেণীর দর্শন বিষয়ের উপর প্রাইভেট-টিউশনি  শুরু করে দিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য দিন

নবীনতর পূর্বতন