বিজেপি কর্মীর মেয়েকে ইনকাম সার্টিফিকেট ইস্যু না করে ঘাড় ধাক্কা দিয়ে অঞ্চল অফিস থেকে বের করে দেওয়ার অভিযোগে তিন ঘণ্টারও বেশি অবরুদ্ধ রাজ্য সড়ক, উত্তপ্ত ভারেয়া।

ধনমতিয়া,রমাকান্ত,04th আগষ্ট 21:-ক্রমেই আত্ম প্রকাশিত হচ্ছে বঙ্গ রাজনীতির কদর্য রূপ। রাজনীতির নামে ব্যক্তি হিংসা বঙ্গ সংস্কৃতিতে এক ভয়াবহ ক্ষত হিসাবে প্রতিভাত হচ্ছে। রাজনৈতিক এই সংকীর্ণতা মানুষের মনন জগতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে অপ্রীতিকর ঘটনার দৃষ্টান্ত উপস্থাপন করছে। সেরকমই একটি ঘটনার সাক্ষী থাকলো বারোকোদালী 2 নং গ্রাম পঞ্চায়েত এলাকা।

আজ বেলা অনুমান 12 টায় বারোকোদালী গ্রাম পঞ্চায়েত সংলগ্ন রাভা পাড়া এলাকার বারোকোদালী হাই স্কুলে পাঠরতা দুই ছাত্রী সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত অফিসে ইনকাম সার্টিফিকেটের জন্য হাজির হয়। ছাত্রী দ্বয়কে অঞ্চলে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয় বলে অভিযোগ। দুই ঘণ্টা পর সুজন ব্যাপারী নামে ঐ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এক তৃণমূলের বুথ সভাপতি হাজির হয়ে দুই ছাত্রীকে দেখে বিজেপি কার্যকর্তার মেয়ে হওয়ায় ইনকাম সার্টিফিকেট না ইস্যু করে উপরন্তু ঘাড় ধাক্কা দিয়ে অঞ্চল চত্বর থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

প্রতিবাদে ঐ দুই ছাত্রী সহ একাধিক ছাত্রী মিলে ভারেয়া মোড়ে তিন ঘণ্টারও বেশি রাজ্য সড়ক অবরুদ্ধ করে রাখেন। অভিভাবকদের অনেকেই
এই পথ অবরোধে সামিল হোন।

সেবা বিনোদনের তিন প্রতিনিধি সুজন ব্যাপারীর বাড়িতে হাজির হয়ে বিষয়টি সম্পর্কে জিজ্ঞাসা  করা হলে,তিনি অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন যে তিনি আজ গ্রাম পঞ্চায়েত অফিসে যাননি। তুফানগঞ্জে কাজ করছেন। তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

আন্দোলনকারী ছাত্রীদের পক্ষ থেকে অভিযুক্তের বিরুদ্ধে বক্সিরহাট থানায় অভিযোগ দায়ের  করা হবে বলে সেবা বিনোদনকে জানানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য দিন

নবীনতর পূর্বতন