করোনা থামার জো নেই। প্রথম দফায় লক ডাউন ঘোষণা করেও কমানো যায়নি সংক্রমণ। বাধ্য হয়ে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পর্যায়ে আগামী 31 শে মে পর্যন্ত ঘোষিত হয়েছে লক ডাউন। এই উদ্ভূত পরিস্থিতিতে রাজ্যের শিক্ষা মন্ত্রী প্রথমে 10 ই জুন থেকে শিক্ষালয় গুলি খোলার কথা ঘোষণা করেন।কিন্তু লক ডাউন পিরিয়ডের এই সময় কালে করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বৃদ্ধি পাওয়ায় শিক্ষা মন্ত্রী বাধ্য হয়ে স্কুলে ছুটির মেয়াদ আরো 20 দিন বৃদ্ধি করে 30 শে জুন অব্দি সম্প্রসারণ করলেন।