আমফান বিধবস্ত দুর্গত মানুষের সাহায্যার্থে নিজের বেতন থেকে জেলা শাসককে এক লক্ষ টাকার চেক প্রদান মন্ত্রীর

সম্প্রতি আমফান বিধ্বস্ত এলাকায় প্রকৃতির ভয়াবহ রোষানলে তছনছ বঙ্গ জননীর একাংশ।
খোলা আকাশের নীচে অনিশ্চিত নিরুপায় জীবন অতিবাহিত করছেন লক্ষ লক্ষ মানুষ। একদিকে মারণ ভাইরাস করোনার সীমাহীন দাপট আর অন্য দিকে ভয়াবহ আমফানের মারণ আগ্রাসনে দিশেহারা দক্ষিণ 24 পরগণা জেলার বিস্তীর্ণ অংশের মানুষ। জলের তোড়ে ভেসে গিয়েছে সহায় সম্বল। সলিল সমাধি ঘটেছে মানুষ সহ অসংখ্য গবাদি পশুর। অভুক্ত থেকে অসম্পূর্ণ ক্ষুধার জ্বালা ও প্রিয় জনকে হারানোর মর্ম বেদনা কুঁড়ে কুঁড়ে গ্রাস করছে সুন্দরবন বাসীকে। এই সমস্ত ক্ষুধার্ত মানুষের সাহায্যার্থে উত্তর বঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে নিজের বেতন থেকে এক লক্ষ টাকার চেক তুলে দিলেন কোচবিহারের জেলা শাসক পবন কাদিয়ালের হাতে।

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য দিন

নবীনতর পূর্বতন