মৃত মাকে জাগানোর জন্য কাপড় ধরে টান অবোধ শিশুর, মর্মান্তিক দৃশ্য বিহারে
Sebabinodon, সন্তানের মায়া কাটিয়ে অমৃতলোকের পথে পাড়ি জমিয়েছেন মা। কিন্তু অবোধ শিশু তা বোঝেনি। সে ভেবেছিল পথের ক্লান্তি মেটাতে মা হয়তো বিশ্রাম নিচ্ছেন। তাই তো মায়ের গায়ে থাকা কাপড় ধরে টেনেই চলেছে খুদে। এমনই মর্মান্তিক ঘটনার সাক্ষী বিহারের মুজফ্ফরপুর স্টেশন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবি দেখে চোখে জল এসেছে নেটিজেনদের।
বিহারের মুজফ্ফরপুরে বাড়ি। সন্তানকে নিয়ে সাজানো সংসার। কিন্তু সন্তানের মুখে অন্ন জোগানোর ক্ষমতা না থাকলে কি আর মা শান্তি পান? তাই তো পেটের দায়ে ছুটে গিয়েছিলেন গুজরাট। প্রথম কয়েকমাস আয় যে হয়নি তা নয়। দিব্যি কোলের সন্তানকে নিয়ে খেয়ে পরে কাটছিল দিন। কিন্তু লকডাউন যে সব বদলে দেবে তা শুরুতেই আঁচ করেছিলেন ওই মহিলা। কাজ বন্ধ। তার ফলে আয় হচ্ছিল না কিছুই।
-Advertisement-