বিলসী 7th June,20: করোনা সংক্রমণের আঁতুর ঘরে পরিণত হতে চলেছে কোচবিহার। গতকাল পাঁচ জনের সংক্রমণের খবরের পর আজ নতুন করে আবারও এক জন স্বাস্থ্যকর্মী সহ চোদ্দ জনের সংক্রমণের খবর মেলায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কোচবিহার জেলা জুড়ে। গত দুই দিন ধরে রিপোর্ট সেভাবে না আসায় এবং দ্বিতীয় ধাপে অনেক সংক্রামিত ব্যক্তির রিপোর্ট নেগেটিভ আসায় অনেকে চওড়া হাসিতে মশগুল ছিলেন।
আজ যেন সেই চওড়া হাসিতে হঠাৎ ভাটা পড়ায় চিন্তিত অনেকেই। আজ মোট 68 টি রিপোর্ট হাতে এলে দেখা যায় যে সেখানে 14 জনের রিপোর্ট পজেটিভ এসেছে এবং উৎকণ্ঠা অধিকতর বৃদ্ধি করে এক স্বাস্থ্যকর্মীর করোনা সংক্রমণের খবর কোচবিহার বাসীকে মারাত্মকভাবে ভাবিত করে তুলেছে। পরিস্থিতি ক্রমশঃ বেগতিক হওয়ায় চিন্তার ভাঁজ জেলাবাসীর কপালে।