বক্সিরহাট ব্লকের শালবাড়ি ১ গ্রাম পঞ্চায়েত এর অন্তর্গত 9/21 নং বুথে তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের এক অধ্যাপকের পুকুরে পর পর দুটি নতুন অর্থবর্ষে নতুন করে ১০০ দিনের কাজের স্কিম তৈরি করে লক্ষ লক্ষ টাকার মাটি কাটার অভিযোগ তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ প্রথমে ঐ অধ্যাপকের পুকুরে ছয় লক্ষ টাকার মাটি খনন করা হয়েছে তার পর কিভাবে ঐ একই ব্যক্তির পুকুরে পুনরায় সংস্কারের পরিবর্তে নতুন করে দুই লক্ষ ছেঁচল্লিশ হাজার টাকার স্কিম তৈরি করে কাজ করা হচ্ছে ? একই ব্যক্তির পুকুরেই কি তবে বার বার একশো দিনের কাজ করা হবে ?
প্রশ্নের জবাবে তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত সদস্যা গীতা দাসের বক্তব্য অন্যরা পুকুরের খোঁজ দিতে না পারায় একই ব্যক্তির পুকুরে একাধিক বার খনন এবং তিনি আরো বলেন এটা প্রধান এবং দেবাশীষ বাবুর ব্যাপার।