কোচবিহার জেলায় অস্তিত্ব সংকটে করোনা, নতুন করে দু জন সংক্রামিত হলেও একশো জনের রিপোর্ট ঋণাত্মক।

রমাকান্ত সরকার, বিলসী,23th June 20: শুরুটা ভয়ঙ্কর ভাবে সূত্রপাত  হলেও উত্তরবঙ্গের কোচবিহারের মাটি যে অদূর ভবিষ্যতে করোনার পক্ষে টিকে থাকা মহা মুস্কিল তা হয়তো হারে হারে বুঝতে পেরেছে করোনা নামক এই দানব ভাইরাস।
তাই হয়তো আমেরিকা,ইতালি সহ দেশের তামাম রাষ্ট্র গুলির রাতের ঘুম ছুটে নিলেও করোনার এই মারণ আগ্রাসন কোচবিহারে পুরোপুরি ভাবে পর্যদস্তু হয়েছে। এখন যা ফলাফল আসছে তাতে সংক্রমণের খবর নেই বললেই চলে। যেমন আজকে একশো জনের সোয়াব টেস্টের রেজাল্ট নেগেটিভ এসেছে। দু জনের রিপোর্ট পজেটিভ এসেছে।তাঁরা প্রত্যেকেই দিনহাটা মহকুমার বাসিন্দা। এঁরা দিল্লি থেকে বাড়িতে ফিরেছেন। বড় কথা হল কোচবিহার জেলার করোনা আক্রান্তরা প্রায় অধিকাংশই পরবর্তী রিপোর্টে নেগেটিভ আসায় স্বাভাবিক জীবনে প্রত্যাবর্তন করেছেন।
ভাইরাসের স্থায়িত্ব ক্ষনস্থায়ী হওয়ায় আপামর জনসাধারণের কাছে অনেকটা স্বস্তির স্থায়িত্ব বিরাজ করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য দিন

নবীনতর পূর্বতন