ধলপল 2 গ্রামপঞ্চায়েত অফিসের প্রধান সহ চার জনের করোনা সংক্রমণের খবরে ব্যাপক শোরগোল

বিলসী, রমাকান্ত,10 ই আগষ্ট 2020 : সৃষ্টি লগ্ন থেকে করোনা মানুষের মধ্যে যতটা আতঙ্কের ত্রাস সৃষ্টি করে ছিল কিন্ত বর্তমানে সময়ের তালে তাল মিলিয়ে নিজের অস্তিত্ব সংকটে করোনা ভাইরাস আজ দিশেহারা। এই আছে এই নাই। আজ যার করোনা রিপোর্ট পজেটিভ হয়তো দু এক দিনের 
দ্বিতীয় পরীক্ষায় তাঁর রিপোর্ট নেগেটিভ। অবশ্য বেশির ভাগ ক্ষেত্রেই  তাই হচ্ছে। বলা চলে যত আক্রান্ত হচ্ছে তার সম পরিমাণ হারে সুষ্ঠও হচ্ছে। ভারত বর্ষে তো মৃত্যুর হার অতি নগণ্য। তা সত্ত্বেও অহেতুক আতঙ্ক জনমানসে তীব্র আতঙ্কের সৃষ্টি করছে। গত কাল তুফানগঞ্জ মহকুমার ধলপল
গ্রাম পঞ্চায়েতে লালা রস সংগ্রহ করা হয়,পরীক্ষার পর দেখা যায় যে সেখানে গ্রাম পঞ্চায়েত অফিসেই চার জন করোনা সংক্রামিত। আক্রান্তদের মধ্যে স্বয়ং গ্রাম পঞ্চায়েত প্রধান,একজন গ্রুপ D কর্মী, একজন ক্যাজুয়াল কর্মী সহ একজন অঞ্চলের নিজস্ব তহবিলে পোষিত অস্থায়ী কর্মীও রয়েছেন।
যাঁরা সংক্রামিত তাঁরা প্রত্যেকেই প্রধানের নাগপাশের মধ্যেই অবস্থান করেন।

 পরীক্ষার কয়েক ঘন্টার মধ্যে রিপোর্ট আসায় BDO মারফৎ খবর পেয়ে এঁরা প্রত্যেকেই নিজের বাড়িতেই হোম কোয়ারান্টিনে সুরক্ষিত রয়েছেন। এঁদের প্রত্যেকের
দ্বিতীয় বারের জন্য লালা রস সংগ্রহ করা হবে কিন্তু ততদিন পর্যন্ত সংক্রামিতরা প্রত্যেকেই হোম আইসোলেশনে থাকবেন। সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত সংলগ্ন ছাট রামপুর বাজার চত্বরকে কনটেইনমেন্ট
জোন হিসাবে ঘোষণা করা হতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য দিন

নবীনতর পূর্বতন