ক্ষুদিরাম সহ আপোষহীন ধারার বীর বিপ্লবীদের চরিত্রকে কালিমালিপ্ত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে ক্ষুদিরাম স্কোয়ারে প্রতিবাদ সভা ও বিক্ষোভ।
১৭ই আগস্ট ২০২০,কোচবিহার:
সম্প্রতি 'জি ফাইভ অরিজিন্যাল' নামক একটি ওয়েভ প্ল্যাটফর্মে 'অভয়-২' নামে একটি ওয়েভ সিরিজের সিনে দেখা গেল পুলিশ চৌকির নোটিশবোর্ডে মোস্ট ওয়ান্টেড আসামীর তালিকায় ক্ষুদিরামের ছবি । এরই প্রতিবাদে আজ কোচবিহার ক্ষুদিরাম স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে আপসহীন ধারার বীর বিপ্লবী ক্ষুদিরামের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে প্রতিবাদ সভা করা হয়।মাল্যদান করেন ক্ষুদিরাম স্মৃতিরক্ষা কমিটির সভাপতি মাননীয় শ্রী বাণীকান্ত ভট্টাচার্য মহাশয় এবং অন্যতম সদস্য মাননীয় শ্রী গৌতম ঘটক মহাশয়। সভায় বক্তব্য রাখেন ক্ষুদিরাম স্মৃতিরক্ষা কমিটির কোষাধ্যক্ষ নেপাল মিত্র, তিনি বলেন যে সম্প্রতি এই 'জি ফাইভ অরিজিন্যাল'নামক একটি ওয়েভ প্ল্যাটফর্মে 'অভয়-২' নামে একটি ওয়েভ সিরিজের সিনে দেখানো হলো পুলিশ চৌকির নোটিশ বোর্ডে মোস্ট ওয়ান্টেড আসামীর তালিকায় ক্ষুদিরামের ছবি।এই যে ভারতবর্ষের আপসহীন ধারার বীর বিপ্লবী ক্ষুদিরাম যিনি ভারতবর্ষকে স্বাধীন করার জন্য অল্প বয়সে প্রথম শহীদ হয়েছিলেন,তাঁকে কালিমালিপ্ত করার এই ঘটনাকে আমরা তীব্র নিন্দা করছি এবং এর প্রতিবাদ করছি।এর আগেও আমরা দেখেছি ৮০র দশকে নেতাজী সুভাষ চন্দ্র বোস এর হাতে মদের বোতল ধরিয়ে দেওয়া তখনও এর প্রতিবাদ করা হয় আবার কিছুদিন আগে পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পরিষদ আপার প্রাইমারী ক্লাসের সিলেবাসে উল্ল্যেখ করেছিলেন যে ক্ষুদিরাম সন্ত্রাসবাদী,এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় ইতিহাসকে বিকৃত করার একটা ষড়যন্ত্র চলছে বলে আমরা মনে করি এবং এই 'জি ফাইভ অরিজিন্যাল'নামক ওয়েভ প্ল্যাটফর্মের 'অভয়-২'ওয়েভ সিরিজটি যেন অবিলম্বে বাতিল করার দাবী রাখেন । কোনো ভাবেই যেন স্বাধীনতা সংগ্রামীদের কালিমালিপ্ত করা না হয় এরই প্রতিবাদে দেশের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে সরব হওয়ার আহ্বান জানান।