সর্বনাশা জাতীয় শিক্ষানীতি ২০২০- বাতিলের দাবিতে বিক্ষোভ আন্দোলনে পুলিশি বর্বরতাকে ধিক্কার জানালো AIDSO





১৮‌ই আগস্ট২০২০,কোচবিহার: শিক্ষা ধ্বংসের নীল নক্সা জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে লাগাতার আন্দোলনের অঙ্গ হিসেবে  এদিন এ আই ডি এস ও'র  কোচবিহার জেলা কমিটির পক্ষ থেকে কাচারী মোড়ে প্রতিবাদ সভা, শহরজুড়ে মিছিল ও হরিশপাল মোড়ে  অগ্নিসংযোগ কর্মসূচিতে জাতীয়  শিক্ষা নীতি ২০২০'র  প্রতিলিপিতে অগ্নিসংযোগ করার সময় পুলিশের বিরুদ্ধে  অন্যায় ভাবে বাধা দেওয়ার অভিযোগ করলো SUCI(C)'র ছাত্র সংগঠন AIDSO। 
এদিন কেন্দ্র সরকারের সর্বনাশা শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলনে রাজ্য সরকারের পুলিশের তৎপরতা ও অগণতান্ত্রিক ভাবে আক্রমণকে ধিক্কার জানায় এই ছাত্র সংগঠন।
পুলিশের হাজার অসহযোগিতা, আগুনের শলা নিয়ে পালিয়ে যাওয়া ও আক্রমণকে  উপেক্ষা করে সাধারণ মানুষের অশেষ সহযোগিতায় শিক্ষা নীতি ২০২০ 'র প্রতিলিপি দাউ দাউ করে জ্বালিয়ে দেয় সংশ্লিষ্ট সংগঠনের ছাত্র প্রতিনিধিরা। এ আই ডি এস ও এর কোচবিহার জেলা কমিটির সভাপতি  স্বপন কুমার বর্মন  বলেন যে,এই সর্বনাশা শিক্ষানীতির মধ্য দিয়ে  শিক্ষাকে 
ব্যবসায়ীকরণ,বাণিজ্যিকীকরণ,ও ধর্মীয়করণের দিকে নিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার। ফলে গরিব খেটে খাওয়া মানুষের কাছ থেকে প্রকৃত শিক্ষাকে কেড়ে নেওয়ার একটা ষড়যন্ত্র হচ্ছে এই জাতীয় শিক্ষা নীতির মাধ্যমে এবং এই নীতির বিরূদ্ধে ন্যায় সঙ্গত ছাত্র আন্দোলনে পুলিশের বর্বরতাকে তীব্র ধিক্কার জানান তিনি। তাই যতদিন পর্যন্ত এই সর্বনাশা জাতীয় শিক্ষা নীতি ২০২০ বাতিল করা না হবে ততদিন এই আন্দোলন  চলতে থাকবে বলে তিনি দৃপ্ত কন্ঠে জানিয়ে দেন। এই শিক্ষা নীতির বিরুদ্ধে তাঁরা জনমত তৈরী করে বৃহত্তর ছাত্র আন্দোলন গড়ে তুলবেন বলে আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন। সংগঠনের  জেলা কমিটির সম্পাদক জহিদুল হক বলেন, "ছাত্র স্বার্থবিরোধী জাতীয় শিক্ষা নীতি ২০২০'র অগ্নিসংযোগ  কর্মসূচীর সময় আমাদের সংঠনের জেলা সভাপতি এবং রাজ্য কমিটির সহসভাপতি কমরেড স্বপন কুমার বর্মনের ওপর পুলিশের আক্রমণকে আমরা তীব্র নিন্দা করছি।"



একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য দিন

নবীনতর পূর্বতন