তুফানগঞ্জ, ১৩ ই নভেম্বর : বঙ্গ রাজনীতি যেন হিংসার আঁতুড়ঘরে পরিণত হয়েছে। কখনও জ্বলছে শস্য ক্ষেত, আবার কোথাও বা নষ্ট করে দেওয়া হচ্ছে শশা ক্ষেত। আগুনে পুড়ে ছাই করে দেওয়া হচ্ছে পাকা ধানের ক্ষেত। রাজনৈতিক মতানৈক্য বিনষ্ট হলেই এই ঘৃণ্য অপকর্ম গুলি করা হচ্ছে অনায়াসেই। যা আক্ষরিক অর্থেই মানব সমাজেরই ব্যাপক ক্ষতি। রাজনীতির নামে এই ঘৃণ্য খেলা রাজ্য জুড়েই দেদার চলছে। আজ টিউব ওয়েলের জলে বিষ মিশিয়ে দেওয়ার অভিযোগ উঠলো বিজেপির দিকে ।
ঘটনাটি ঘটেছে নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েতের চামটা গ্রামের কুঠিপাড়া এলাকায় । এই ঘটনায় এলাকায় তুমুল গুঞ্জন শুরু হয়েছে। ঘটনার খবর দেওয়া হয়েছে তুফানগঞ্জ থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে বিষক্রিয়ার নমুনা সংগ্রহ করেছে।
স্থানীয়রা জানিয়েছেন এলাকার প্রায় পাচটি কলে বিষ প্রয়োগ করা হয় । এদের মধ্যে কৃষ্ণপদ দাস, রামপদ দাস, সনাতন দাস এবং মহাদেব দাসের বাড়ির কলে এই বিষ দেওয়া হয় বলে জানা গেছে । এলাকায় প্রত্যেকেই তৃণমূল কর্মী বলে পরিচিত ৷ তৃণমূল কর্মীদের বাড়িতে এই ঘটনা ঘটায় রাজনৈতিক ভাবে মাঠে নামে তৃণমূল কংগ্রেস ।
তৃণমূল কংগ্রেস মনোনিত পঞ্চায়েত সদস্য শিতল দাস জানান - এলাকায় কিছু বিজেপি আশ্রিত দুষ্কৃতি রয়েছে । যারা রাতের অন্ধকারে এই ঘটনা ঘটিয়েছে । আমরা রাজনৈতিক ভাবে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি ।