কলেজের সমস্ত রকম ফি মুকুবের দাবি জানিয়ে দিনহাটা কলেজের অধ্যক্ষকে দাবি সনদ প্রদান করল AIDSO দিনহাটা মহকুমা কমিটি

এ আই ডি এস ও দিনহাটা কলেজ কমিটির পক্ষ থেকে কলেজের সমস্ত রকম ফি মকুবের দাবিতে ডেপুটেশন দেওয়া হয়। অধ্যক্ষ মহাশয়  কলেজে উপস্থিত না থাকায় ই-মেইল এর মাধ্যমে ডেপুটেশন কপি পাঠানো হয় এবং ফোনে তাকে বিষয়টি জানানো হয়। তিনি আশ্বাস দেন ইউনিভার্সিটিতে এ বিষয়ে কথা বলবেন। 

উপস্থিত ছিলেন কলেজ কমিটির সম্পাদক কমরেড সঞ্জয় দেব, সভাপতি আনোয়ার হোসেন, সদস্য উদয় বর্মন ও অন্যান্যরা। সঞ্জয় দেব বলে, "করোনা মহামারীর এই সংকটকালীন পরিস্থিতিতে সাধারণ মানুষের জীবন জীবিকা অনিশ্চয়তার পথে। ছাত্র-ছাত্রীরাও এর থেকে রেহাই পায়নি। এরকম একটা পরিস্থিতিতে ইউনিভার্সিটি বিজ্ঞপ্তি দিয়েছে পরীক্ষার ফর্ম-ফিলাপের জন্য। যেখানে তাদের পরিবারের আর্থিক সংকট চলছে সেখানে এত টাকা দিয়ে ফর্ম- ফিলাপ করা চূড়ান্ত ছাত্র স্বার্থবিরোধী পদক্ষেপ তাই তারা  দাবি করেছেন শিক্ষার সমস্ত ধরনের ফি মকুব করার। 

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য দিন

নবীনতর পূর্বতন