দল পরিবর্তনের ধারা অব্যাহত তুফানগঞ্জে, দেড়শো জন বিজেপি কর্মীর তৃণমূলে যোগদান

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকেই কোচবিহার জেলা জুড়ে দল পরিবর্তনের হিড়িক পড়েছে। উত্তরবঙ্গে বিজেপি ভালো ফলাফল করা সত্ত্বেও যে ভাবে দলে দলে বিজেপি কর্মীরা তৃণমূললে যোগদান করছে তাতে বেজায় চিন্তিত বিজেপি নেতৃত্ব। আজ অন্দরান ফুলবাড়ি ১ গ্রাম পঞ্চায়েত এলাকার অন্তর্গত ছালাপাকে তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি পার্থ প্রতিম রায়, জেলা স্পোকস পার্সন 
শিবপদ পালের উপস্থিতিতে এই দল পরিবর্তন হয়।
দল পরিবর্তন সম্পর্কে বিজেপির মন্ডল সভাপতি অভিজিৎ পাল বলেন মামলার ভয় দেখিয়ে এবং ১০০ দিনের কাজের প্রলোভন দেখিয়ে TMC জোর করে তাঁদের দলে ঢোকাচ্ছে। তবে যথা সময়ে তাঁরা আবার বিজেপিতে ফিরে আসবে।

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য দিন

নবীনতর পূর্বতন