করোনা ক্লিষ্ট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ছাত্রদের ফি মুকুব ও স্বাস্থ্যবিধি মেনে রাজ্যের সমস্ত স্কুল খোলার দাবীতে হলদিবাড়িতে পথে নামলো AIDSO

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফর্ম-ফিল আপের ফি ফেরত ও করোনা পরিস্থিতিতে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে ভর্তি ফি ছাড়াই ভর্তির দাবিতে হলদিবাড়ি বাজার ট্রাফিক মোড়ে বিক্ষোভ প্রদর্শন ও ব্লকের এস.আই কে ডেপুটেশন দিল ছাত্রসংগঠন অল ইন্ডিয়া ডিএসও হলদিবাড়ি শাখা। এদিন বিভিন্ন দাবি লিখে প্লাকার্ড হাতে সংগঠনের সদস্য ও ছাত্ররা ট্রাফিক মোড়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এই বিক্ষোভের নেতৃত্ব দেন কপিল বর্মন ও বুলবুল সরকার। পাশাপাশি তারা দাবি রাখেন স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে স্কুল-কলেজ খোলার। বিক্ষোভে উপস্থিত ছিলেন কর্ণ সরকার, মজিদুল সরকার, তাসলিমা খাতুন, রাসেল আলী, হিল্লোল দাস সহ অন্যান্য ছাত্ররা। কপিল বর্মন বলেন, "করোনা মহামারীর ফলে অনেকে আর্থিক সংকটের সম্মুখীন। বহু মানুষ কর্মহীন। এমন সময়েও স্কুলগুলো ভর্তি ফি নিয়ে ছাত্রদের ভর্তি করাচ্ছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে ফর্ম-ফিল-আপের ফি নেওয়া হয়েছিল তা দ্রুত ফেরতের ব্যবস্থা করার দাবী জানান সংগঠনের নেতৃত্বরা। অন্যদিকে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে কোনরকম ফি না নেওয়ার দাবী জানায়। এই দুটি দাবিতে আজকে এস.আইকে স্মারকলিপি পেশ করেন সংগঠনের নেতারা।

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য দিন

নবীনতর পূর্বতন