রমাকান্ত,01লা জুলাই 2021:- 2021 এর বঙ্গ বিধানসভা নির্বাচনে ব্যাপক ভরাডুবির গ্লানি দূর করতে মালদা জেলায় শুদ্ধি করণ অভিযানে নামলো বিজেপি। বিধানসভা নির্বাচনের আগে যাঁরা দল বিরোধী কাজে নিযুক্ত ছিলেন তাঁদের দল থেকে ডানা ছাঁটা আরম্ভ করলো ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্ব। আর তার প্রথম অভিযান শুরু হল মালদা জেলা থেকে। আজ মালদা জেলার বিজেপির প্রাক্তন সভাপতি সঞ্জিত বিশ্বাসকে দল বিরোধী কাজের জন্য বহিষ্কার করলো রাজ্য বিজেপি নেতৃত্ব।