2021 এর বঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির হতাশাজনক ফল হওয়ায় মানসিক অবসাদের শিকার হয়েছেন নেতা-নেত্রীরা। রাজ্য দখলের উজ্জ্বল সম্ভাবনা থাকলেও ব্যর্থ হয়েছেন তারা। আর এই দলের চরম দুর্দিনে পাশে না থেকে অনেক নেতা-নেত্রীরা বেসুরো সংগীতচর্চায় অবতীর্ণ হয়েছেন। নীতি-নৈতিকতাকে জলাঞ্জলি দিয়ে দলবদল এর মত খেলায় মত্ত হয়ে উঠেছেন অঞ্চল স্তরের নেতা নেত্রীরা।
আজ তুফানগঞ্জ ২ নং ব্লকের অন্তর্গত মহিষকুচি ২ নং অঞ্চলে বি জে পি এর ৯/৩৪ নং বুথ সভাপতি বাবুলাল ডাকুয়া, এস সি মোর্চার অঞ্চল প্রমুখ জয়শংকর বর্মন,সংখ্যালঘু মোর্চার মণ্ডল সম্পাদক আসিদুল মিয়া, এস টি মোর্চার জেলা সাধারণ সম্পাদক অশোক মিনচ,যুব নেতা বিপ্লব ডাকুয়া ও অজিত রাজবংশী সহ ৯৭ টি পরিবার বি জে পি ত্যাগ করে মহিষ কুচি ২ নং অঞ্চল কমিটির চেয়ারম্যান চিত্তরঞ্জন সরকার ও সহ সভাপতি সঞ্জিত ডাকুয়ার নেতৃত্বে তৃণমূল কংগ্রেস এ যোগদান করেন। তুফানগঞ্জ ২ নং ব্লকের পক্ষ থেকে সবাইকে সবুজ অভিনন্দন জানিয়েছেন যুব নেতা সুরেশ বর্মন।
দল পরিবর্তন সংক্রান্ত ব্যাপারে বিজেপি নেতা কনক প্রধানকে ফোন করা হলে তিনি এ বিষয়ে জানেন না বলে আমাদেরকে জানিয়েছেন। এমনকি কনক বাবু অভিযোগ করে জানিয়েছেন যে বিজেপি কর্মীদের দোকানপাট বন্ধ করে তাদের উপর মারাত্মক জুলুম করা হচ্ছে ফলে বাধ্য হয়ে তারা দল পরিবর্তন করছেন। তবে তারা খুব তাড়াতাড়ি পুনরায় বিজেপিতে ফিরে আসবেন।