করোনার প্রথম সংক্রমণ শেষ হতে না হতেই দ্বিতীয় সংক্রমণ মারাত্মক আকার ধারণ করায় প্রথম থেকেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। পরীক্ষা নিয়ে বেজায় উৎকণ্ঠায় ছিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা।
বাধ্য হয়ে জুলাই ও আগস্ট মাসে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। কিন্তু ইতিমধ্যে কেন্দ্রীয় বোর্ড গুলি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের পরীক্ষাগুলি বাতিল হিসেবে ঘোষণা করেছেন। বাধ্য হয়ে জরুরী কালীন ভিত্তিতে রাজ্যের মুখ্যমন্ত্রী একটি বিশেষজ্ঞ কমিটি ঘোষণা করে সাধারণ জনতার মতামত চেয়ে বিজ্ঞপ্তি জারি করেন। অবশেষে সকলের মতামত নিয়ে গতকালকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা দুটি বাতিল বলে ঘোষণা করেন তিনি।
মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় বেজায় ভেঙে পরেন গোপালনগর হাই স্কুলের কৃতী ছাত্রী বর্নালী বর্মন।পরীক্ষায় বসতে পারবে না বলে সে অত্ম্যাহত্যার মত কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয় । অবশেষে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে বর্ণালী বর্মন।
অকালে মেয়েকে হারিয়ে কান্নায় ভেঙে পরে বর্ণালীর গোটা পরিবার।