দ্রুত নিয়োগ সহ ১৬ দফা দাবিতে কোচবিহারের জেলা বিদ্যালয় পরিদর্শককে ডেপুটেশন দিল বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি।

করোদূর্ণীতিমুক্তভাবে দ্রুত নিয়োগ সহ ১৬ দফা দাবিতে কোচবিহারের জেলা বিদ্যালয় পরিদর্শককে ডেপুটেশন দিল বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি। না বিধি মেনে বিদ্যালয়ে পঠন-পাঠন চালুর উদ্যোগ নেওয়া, মিড-ডে মিলে পুষ্টিকর খাদ্য প্রদান, শিক্ষকদের নিজ সার্কেলে বদলি, ২১শে জুন থেকে সারা রাজ্যজুড়ে দাবি সপ্তাহ চলছে। তারই অঙ্গ হিসেবে আজকের এই ডেপুটেশন। এছাড়াও জেলার ১৯টি সার্কেলেও ডেপুটেশন হয়েছে।

সমিতির জেলা সম্পাদক পার্থ প্রতিম ভট্টাচার্য বলেন, করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন পঠন-পাঠন বন্ধ। শিশুদের ভবিষ্যৎ অন্ধকারে। এভাবে দিনের পর দিন চলতে পারেনা। অবিলম্বেই আলোচনার ভিত্তিতে করোনা বিধি মেনেই স্কুল খোলা যেতে পারে। তার সাথে দীর্ঘদিন ধরে শিক্ষকদের বদলি বন্ধ। তাই নিয়োগের পূর্বে দ্রুত শিক্ষকদের নিজ সার্কেলে বদলি করা উচিত। এক্ষেত্রে নতুন সরকার দুর্নীতি করবেনা বলেই আশা  প্রকাশ করে চেয়ারম্যানকে ডেপুটেশন দিলেন  বঙ্গীয় প্রাথমিক  শিক্ষক সমিতি।

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য দিন

নবীনতর পূর্বতন