দিল্লির ঐতিহাসিক কৃষক আন্দোলনের সাত মাস পূর্তিতে পথে নেমে সংহতি জানালো AIUTUC কোচবিহার জেলা কমিটি

তুফানগঞ্জ,26.06.2021:-  আজ 26 শে জুন দিল্লিতে সংযুক্ত কিষান মোর্চা-র ঐতিহাসিক
 কৃষক আন্দোলনের সাত মাস পূর্তি হলো। এই   আন্দোলনে ইতিমধ্যেই  পাঁচ শতাধিক কৃষক আত্মবলিদান দিয়েছন। তাদের আন্দোলনের মূল দাবি তিনটি কালা কৃষি আইন ও বিদ্যুৎ বিল 2020 বাতিল সহ উৎপাদিত কৃষি পণ্যের ন্যূনতম সহায়ক মূল্য প্রদানের  আইনী সুরক্ষা দেওয়ার দাবীতে আন্দোলননে নামলো AIUTUC'র কোচবিহার শাখা।
সংগ্রামী কৃষকদের এই দাবির সমর্থনে, শ্রমিক স্বার্থবিরোধী চারটি শ্রম কোড বাতিল,দেশের সমস্ত গরিব মানুষকে প্রতি মাসে জনপ্রতি দশ কেজি খাদ্যশস্য বিলি করা, আয়কর প্রদানের বাইরে থাকা সমস্ত পরিবার পিছু মাসে সাত হাজার পাঁচশত প্রদান, সমস্ত সরকারি ও রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারি করন বন্ধ,  কোভিড মুকাবিলায় আশা,আই সি ডি এস, ডাক্তার,নার্স সহ সমস্ত প্রথম  সারির যোদ্ধাদের জন্য পঞ্চাশ লক্ষ টাকা বীমা ঘোষণা করা, বিনা মূল্যে সমস্ত নাগরিককে কোভিড ভ্যাকসিন দিতে হবে এই সাত দফা দাবিতে এ আই ইউ টি ইউ সি  সহ দশটি কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের ডাকে আজ দেশজুড়ে বিক্ষোভ সমাবেশ পথসভা প্রতিপালন করা হয়।

এ আই ইউ টি ইউ সি কোচবিহার জেলার পক্ষ থেকে স্থানীয় রামমোহন রায় স্কোয়ারে (সুনীতি রোড) বেলা বারোটা থেকে দুইটা পর্যন্ত কোভিড প্রটোকল মেনে পথসভার আয়োজন করা হয় । দাবিগুলোর সমর্থনে বক্তব্য রাখেন জেলা সম্পাদক বিপুল  ঘোষ, কৃষক আন্দোলনের নেতা মানিক বর্মন, ও রীনা ঘোষ সহ প্রমুখ নেতৃবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য দিন

নবীনতর পূর্বতন