1.বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি ?
উত্তর: নুথলাপতি ভেঙ্কট রমনা।
2.বর্তমানে পশ্চিমবঙ্গের হাইকোর্টের প্রধান বিচারপতির নাম
কি ?
উত্তর: থোট্টাথিল ভাস্কারণ নায়ার রাধা কৃষ্ণণ।
3.সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মাসিক বেতন কত ?
দুই লক্ষ আশি হাজার।
4. সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মাসিক বেতন কত ?
উত্তর: 2 লক্ষ 80 হাজার (280000)
5. সুপ্রিম কোর্টের বিচারপতিরা কত বছর বয়সে অবসর গ্রহণ করেন ?
উত্তর: 65 বছর।
6. হাই কোর্টের বিচারপতিরা কত বছর বয়সে অবসর গ্রহণ করেন ?
উত্তর: 62 বছর।
7. সুপ্রিম কোর্টের বিচারপতি হতে গেলে হাই কোর্টে কত বছর বিচারকের কাজ করতে হবে ?
উত্তর: 5 বছর।
8.সমগ্র ভারত বর্ষে মোট কয়টি হাই কোর্ট আছে ?
উত্তর: 25 টি।
9.ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতির নাম কি ?
উত্তর: ফাতিমা বিবি।
10.সুপ্রিম কোর্টে মোট কত জন বিচারপতি থাকে ?
উত্তর: 30 জন।