সরকারি চাকুরি পরীক্ষার প্রশ্নোত্তর, পর্ব: 01

1.ভারতের প্রথম প্রধান মন্ত্রীর নাম কি ?
উত্তর: জওহরলাল নেহরু।

2.পশ্চিমবঙ্গের প্রথম মুখ্য মন্ত্রীর নাম কি ?
উত্তর: প্রফুল চন্দ্র ঘোষ।

3.কে প্রথম ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন?
উত্তর: মাদাম রুস্তম ভিকাজী কামা

4.আনন্দ মঠ উপন্যাসটি কে রচনা করেন ?
উত্তর:- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

5. ছাপাখানা কে আবিষ্কার করেন ?
গুটেন বার্গ।

6. পৃথিবীর কোন দেশে প্রথম কাগজ আবিষ্কার হয়  ?
উত্তর: চিন

7. মানুষের শরীরের রক্তের রং লাল কেন ?
উত্তর-: হিমোগ্লোবিন নামক এক ধরনের রঞ্জক পদার্থ থাকার কারণে মানুষের শরীরে রক্তের রং লাল হয়।
8. একজন পূর্ণবয়স্ক মানুষের মোট কয়টি হাড় থাকে ?
উত্তর: 206 টি।

9. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেছিলেন ?
উত্তর: 1913 সালে।

10. কোন প্রাণীর দুধে সবথেকে বেশি প্রোটিন ও ফ্যাট থাকে ?
উত্তর: কুকুর।

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য দিন

নবীনতর পূর্বতন