1.পৃথিবীর সব চেয়ে বড় কোষের নাম কি ?
উত্তর: উট পাখির ডিম।
2. কোষের নিউক্লিয়াস কে আবিষ্কার করেন ?
উত্তর: রবাট ব্রাউন।
3. তরলের আপেক্ষিক গুরুত্ব কোন যন্ত্র দিয়ে মাপা হয় ?
উত্তর: হাইড্রোমিটার।
4.ভারতে রাজনৈতিক শক্তির প্রধান উৎস কি ?
উত্তর: জনগণ।
5. কে শিবাজী উৎসবের সূচনা করেন ?
উত্তর: বাল গঙ্গাধর তিলক।
6. আলেক জান্ডারের বাবার নাম কি ?
উত্তর: ফিলিপ।
7. বিভব পার্থক্যের ব্যবহারিক একক কি ?
উত্তর: ভোল্ট
8. সবচেয়ে কম কত বছর বয়সে এক জন ব্যক্তি ভারতের প্রধান মন্ত্রী হতে পারেন ?
উত্তর: 25 বছর
9. মন্ত্রী পরিষদের বৈঠকে কে পৌরোহিত্য করেন ?
উত্তর: প্রধানমন্ত্রী।
10. হাইড্রোজেন গ্যাস কোন শিখায় জ্বলে ?
Ans. নীল