এ.আই.ডি.এস.ও'র উদ্যোগে জেলা জুড়ে পালিত হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 131 তম প্রয়াণ দিবস।


 30 শে জুলাই,কোচবিহার:- গত কাল 29 শে জুলাই ছিল ভারতীয় নবজাগরণের অন্যতম  পথিকৃৎ ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের 131 তম প্রয়াণ দিবস। এই প্রয়ান দিবসে সকাল আটটায় ক্ষুদিরাম স্কোয়ারে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন বিশিষ্ট শিক্ষাবিদ বাণীকান্ত ভট্টাচার্য। একাধিক বিশিষ্টজনেরা উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ক্ষুদিরাম স্কোয়ারের পার্শ্ববর্তী স্থানে সান্ধ্যকালীন আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রাত 6 টা থেকে। 

 এদিকে তুফানগঞ্জ পৌরসভার অন্তর্গত বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন এ.আই.ডি.এস.ও তুফানগঞ্জ মহকুমা নেতৃত্ব।

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য দিন

নবীনতর পূর্বতন