শুভেন্দু অধিকারী এবং কৈলাশ বিজয় বর্গীর উপর ক্ষোভ প্রকাশ করে রাজ্য যুব মোর্চার সভাপতি পদ থেকে ইস্তফা সৌমিত্র খাঁ'র।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এবং বিজেপির পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক 
কৈলাস বিজয়বর্গীয়র উপর তীব্র ক্ষোভ উগরে দিয়ে পশ্চিমবঙ্গ বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতির পদ থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করলেন বিষ্ণুপুরের সংসদ সৌমিত্র খাঁ। তবে তিনি এমন দিনে সভাপতি থেকে পদত্যাগ করলেন, যে দিন নতুন করে 4 বিজেপি সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী
 হিসেবে শপথ গ্রহণ করলেন। রাজ্য বিজেপি সঠিকভাবে চলছে না, শুভেন্দু অধিকারী তিনি কেন্দ্রীয় নেতাদের ভুল বোঝাচ্ছেন। রাজ্য পার্টিটা সম্পূর্ণভাবে এককেন্দ্রিক হয়ে পরেছে। এটা দলের পক্ষে ভালো নয়। তিনি এর আগে ও দলের বিরুদ্ধে মুখ খুলেছেন এবং আজও সেই ধারাবাহিকতা অব্যাহত রেখে দলের বিরুদ্ধে মুখ খুললেন।ভবিষ্যতে দলের কোনো ত্রুটি ধরা পরলে  এই ভাবেই তিনি প্রতিবাদ পর্ব চালিয়ে যাবেন কিন্তু  কখনও বিজেপি ছেড়ে অন্য দলে যাবেন না। নরেন্দ্র মোদীজি যতদিন রাজনীতিতে থাকবেন তিনি তাকে গুরু হিসেবে মেনে ততোদিনেই বিজেপিতেই  থাকবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য দিন

নবীনতর পূর্বতন