পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি সহ একাধিক দাবী ও সমাজ কর্মী স্ট্যান স্বামীর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচননের জন্য কোচবিহারে বিক্ষোভ মিছিল করলো SUCI(C)


8 ই জুলাই'২০২১ ,কোচবিহার: পেট্রল-ডিজেল-রান্নার গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি প্রতিরোধ, সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টিকারী CAA-NRC চালুর প্রতিবাদে এবং বর্ষীয়ান সমাজকর্মী জেলবন্দি ফাদার স্ট্যান স্বামীকে রাষ্ট্রের পরিকল্পিত হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের উদ্যোগে ১-৭ জুলাই পর্যন্ত সারা বাংলা দাবি সপ্তাহের অঙ্গ হিসেবে আজ ৭ জুলাই কোচবিহার শহরে বিক্ষোভ মিছিল সংগঠিত হয়।
আজ বেলা 1 টায় স্থানীয় ক্ষুদিরাম স্কোয়ার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বড় বাজার, বাস টার্মিনাস  সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রম করে কাচারী মোড় হয়ে ক্ষুদিরাম স্কোয়ারেই শেষ হয়।
আন্দোলনের নেতৃত্ব তথা দলের শহর লোকাল কমিটির সম্পাদক নেপাল মিত্র বলেন, পেট্রো পণ্য, ভোজ্য তেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে ১-৭ জুলাই দেশব্যাপী দলের পক্ষ থেকে প্রতিবাদ সপ্তাহের ডাক দেওয়া হয়েছে। এরই অঙ্গ হিসেবে আজ আমরা কোচবিহার শহরে বিক্ষোভ মিছিল সম্পন্ন করে সাধারণ মানুষের মাঝে জনস্বার্থে সরকারের ব্যর্থতা ও পুঁজিপতিদের সেবায় নিয়োজিত কেন্দ্রীয় সরকারের ন্যাক্কারজনক কর্মকান্ডকে তুলে ধরা হয় এবং প্রতিবাদে এগিয়ে আসার আহ্বান  জানানো হয়।

সেই সাথে কেন্দ্রের বিজেপি সরকারের দ্বারা পরিকল্পিত হত্যার শিকার  হয় বর্ষীয়ান সমাজকর্মী তথা জল জঙ্গল জমিন রক্ষার আন্দোলনের অন্যতম নেতা ফাদার স্ট্যান স্বামী, এই নারকীয় হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের দাবি করা হয়।
রীনা ঘোষ।

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য দিন

নবীনতর পূর্বতন