ধলপল,রমাকান্ত,3'রা জুলাই 21:- রাজ্যজড়ে চলছে দল পরিবর্তনের ঘূর্ণিঝড়। আর এই ঘূর্ণিঝড়ে বেসামাল হয়ে পরেছে বিজেপি নেতৃত্ব।
দল পরিবর্তনের এই ঘূর্ণিঝড় আজ এসে আছড়ে পরলো তুফানগঞ্জ বিধানসভার অন্তর্গত ধলপল ০১ নং গ্রাম পঞ্চায়েত এলাকায়। আজ 29/ 30 নং মন্ডলের ভারতীয় জনতা পার্টির মন্ডল সম্পাদক অরুণ সরকার তৃণমূলে যোগদান করলেন। সঙ্গে বিজেপির বুথ সভাপতি সহ আরো দশজন পদাধিকারী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। পেট্রোল ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি,অনৈতিক রাজ্য ভাগের চক্রান্ত ও দিল্লির কৃষক আন্দোলনের প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে তারা আজ বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেছেন বলে কুচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শিবপদ পাল সেবা বিনোদনকে জানিয়েছেন।
দলবদল প্রসঙ্গে বিজেপির 29/30 নং মন্ডলের সহ-সভাপতি যুগল কিশোর দাসকে প্রশ্ন করা হলে তিনি বলেছেন যে দল পরিবর্তন করা অরুণ বাবুদের স্বভাব। এই নিয়ে তারা তিনবার দল পরিবর্তন করলো। সংশ্লিষ্ট মন্ডলের সভাপতি প্রকাশ মণ্ডল কে প্রশ্ন করা হলে তিনি আরও একধাপ এগিয়ে বলেন যে এরা দল পরিবর্তনটাকে একটা খেলা ভেবেছেন এবং তারা এই রকম খেলা খেলতে অভ্যস্ত। দল পরিবর্তন কারীরা যেন তৃণমূলে মনোযোগ সহকারে দলটা করেন।