1. আমাদের শরীরের সবথেকে বড় পৌষ্টিক গ্রন্থির নাম কি ?
Ans. যকৃৎ।
2. বৃক্কের গঠনগত ও কার্যগত একক এর নাম কি ?
Ans. নেফ্রন।
3. জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি ?
Ans. দ্বাদশ অঙ্গ।
4. কত সনে সূর্যসেনের ফাঁসি হয় ?
Ans. 1934 সালে।
5. ভারতের শাসন বিভাগের প্রধান কে ?
Ans. রাষ্ট্রপতি
6. প্রথম কোন ভারতীয় মহিলা জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন ?
Ans. সরোজিনী নাইডু।
7.যুগান্তর দলের প্রতিষ্ঠাতা কে ?
Ans. বারীন্দ্রকুমার ঘোষ।
8. ভরতপুর পাখিরালয় কোথায় অবস্থিত ?
Ans.রাজস্থান
9.কে ভারত সরকারের প্রথম আইন অধিকারীক ?
Ans. ভারতের অ্যাটর্নি জেনারেল
9. বিশ্ব বিখ্যাত নায়াগ্রা জলপ্রপাত কোন নদী থেকে সৃষ্টি হয়েছে?
Ans. সেন্ট লরেন্স
Tags:
এডুকশন