বিধান পরিষদ গঠনের বিরুদ্ধে গর্জে উঠল এস.ইউ.সি.আই । রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিল।

জনগণের অর্থ অপচয় করে বিধান পরিষদ গঠনের প্রতিবাদে এবং ভোজ্যতেল পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাস সহ সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর দাবিতে এবং মিথ্যা মামলায় জেলে আটক সমস্ত রাজনৈতিক সামাজিক বন্দীদের নিঃশর্ত মুক্তির দাবিতে এবং জনবিরোধী ইউএপিএ আইন  অবিলম্বে প্রত্যাহারের দাবিতে কোচবিহার জেলার মেখলিগঞ্জ শহরে প্রতিবাদ মিছিল এবং সভা অনুষ্ঠিত করল এস ইউ সি আই( কমিউনিস্ট) দলের মেখলিগঞ্জ লোকাল কমিটি। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সংগঠনের মেখলিগঞ্জ লোকাল কমিটির সম্পাদক  হিতেন বর্মন মলিন সিংহ সরকার রঞ্জিত কুমার রায় কৃষ্ণ বসাক প্রমূখ। বক্তারা বক্তারা দেন অবিলম্বে বিধান পরিষদ গঠনের সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে ভবিষ্যতে আরও শক্তিশালী আন্দোলন গড়ে তোলা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য দিন

নবীনতর পূর্বতন