পূর্ব বর্ধমান জেলার বৈকুণ্ঠপুরে মানবাধিকার সংগঠনের কর্মীদের উপর হামলার অভিযোগ শাসক দল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে।



"পূর্ব বর্ধমান জেলার বৈকন্ঠপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কোরিয়া গ্রামের মানবাধিকার সংগঠন CPDRS এর সদস্যদের শাসকদল আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা  আক্রান্ত হওয়ার অভিযোগে চাঞ্চল্য সংশ্লিষ্ট এলাকায়। গত ১৫ দিন ধরে তাঁদের ওপর শারীরিক এবং মানসিক নির্যাতন চালানো হচ্ছে বলে সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

 ইতিমধ্যে মানবাধিকার সংগঠনের সদস্যরা থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানা গিয়েছে।মহকুমা শাসক এবং এস.পির কাছে ইমেল মারফত অভিযোগ জানিয়ে স্মারকলিপি দিয়েছেন তাঁরা। অভিযোগের ভিত্তিতে শক্তিগড় থানার পুলিশ এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। গতকাল বর্ধমান কোর্টে এই মামলাটি ওঠে এবং অভিযুক্ত দুষ্কৃতিকারীদের কোর্টে গিয়ে জামিন নিতে হয়।

গত ১৪.০৭.২০২১ ইং তারিখ তারা জামিনে ছাড়া পেয়ে এলাকায় ফিরে এসে পুনরায় CPDRS সংগঠনের সদস্যদের ওপর চড়াও হয় বলে আবার অভিযোগ উঠেছে। গালিগালাজ ও প্রাণে মারার  হুমকি দেওয়া হয় তাঁদের। সঙ্গে সঙ্গে  সংগঠনের রাজ্য সম্পাদক অধ্যাপক গৌরাঙ্গ দেবনাথ শক্তিগড় থানার অফিসার ইনচার্জকে ফোন করে ব্যবস্থা নেওয়ার আবেদন জানান। আক্রান্ত  সদস্যরাও আলাদাভাবে রাতেই শক্তিগড় থানার অফিসার ইনচার্জকে  অভিযোগ দায়ের করেছেন এবং তার প্রতিলিপি এস.পি. কে দিয়েছেন। 

অবিলম্বে দুষ্কৃতিদের শাস্তি ও আক্রান্তদের নিরাপত্তার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন ঐ মানবাধিকার সংগঠনের সদস্যরা।


একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য দিন

নবীনতর পূর্বতন