তুফানগঞ্জ মহাবিদ্যালয়ে বি.এ প্রথম বর্ষে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য-তালাশ রমাকান্ত সরকারের কলমে।

রমাকান্ত সরকার,30শে জুলাই 2021:- উচ্চমাধ্যমিকের ফলাফল ঘোষিত হয়েছে। এখন উচ্চশিক্ষা লাভের জন্য কলেজে যাওয়ার অপেক্ষা মাত্র। শিক্ষা জগতের এক নতুন ঠিকানায় ছাত্র-ছাত্রীদের আস্তানা খোঁজা বড় চমকপ্রদ ব্যাপার।
আজকে তুফানগঞ্জ মহাবিদ্যালয় ভর্তি সংক্রান্ত ব্যাপারে আলোচনা করা হল।

তুফানগঞ্জ মহাবিদ্যালয়ে অনলাইনে ভর্তির জন্য ফর্ম ফিল আপ করা যাবে 02.08.2021 ইং তারিখ সকাল 11.30 থেকে 29.08.2021 ইং তারিখ রাত 11 টা 59 পর্যন্ত।

এছাড়াও যে সমস্ত ছাত্র-ছাত্রী 2019, 2020 এবং 2001 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারাও এবছর কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

আজকে

প্রভিশনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে 26.08.2021 ইং তারিখ।

অনার্স এবং জেনারেল এর জন্য চূড়ান্ত মেধা তালিকা প্রকাশিত হবে 31.08.2021 ইং তারিখ।

কোভিন্দ 19 চলাকালীন সময়ে কলেজে আসা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।

যে প্রার্থীরা মেধা তালিকা অনুসারে তুফানগঞ্জ মহাবিদ্যালয় ভর্তি হওয়ার যোগ্য হবেন তাদের অনলাইনের মাধ্যমে নির্ধারিত ফি জমা দিয়ে তারপর তার শংসাপত্র কলেজে যাচাইয়ের জন্য দেখাতে হবে অন্যথায় তাদের ভর্তির জন্য প্রার্থী পদ বাতিল বলে গণ্য হবে।

প্রার্থীদের অবশ্যই নির্ধারিত তারিখে নথিপত্র যাচাইয়ের সময় উপস্থিত থাকতে হবে; যদি কেউ হাজির হতে না পারে তাহলে তার অনুমোদিত প্রতিনিধিরা সমস্ত নথি পত্র এবং হাসপাতলে ভর্তি সহায়ক নথিসহ উপস্থিত থাকতে পারবে।

যদি কোনো প্রার্থী ইতিমধ্যে অন্য কলেজে ভর্তি হন তাহলে তাকে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় ক্যানসেলেশন বা রিলিজ সার্টিফিকেট জমা দিতে হবে।

# অনার্সের জন্য আবেদনের শর্ত:-

1. সমষ্টিতে 50 শতাংশ বা সামগ্রিক ক্ষেত্রে 50 শতাংশ বা সম্পর্কিত বিষয়ে 60 শতাংশ।

2. SC/ST ছাত্র-ছাত্রীদের সামগ্রিকভাবে 50 শতাংশ বা সম্পর্কিত বিষয়ে 60 শতাংশ সহ সামগ্রিক 45 শতাংশ।

#যে বিষয়গুলোতে কলেজে অনার্স কোর্স রয়েছে:-

বাংলা, ইংরেজি , সংস্কৃত, ভূগোল, ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, অর্থনীতি, দর্শন উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিদ্যা ও রসায়ন।

সাধারণ  বিষয় :- বাংলা, ইংরেজি, সংস্কৃত ভূগোল ,ইতিহাস ,রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান ,অর্থনীতি দর্শন শারীরিক শিক্ষা উদ্ভিদবিজ্ঞান প্রাণিবিদ্যা ,রসায়ন, পদার্থবিজ্ঞান ,গণিত ও বাণিজ্য।

# ভেরিফিকেশনের সময় যদি কোনো তথ্য অমিল দেখা দেয়, তাহলে প্রার্থীর ভর্তি কলেজ কর্তৃপক্ষ বাতিল করবে এবং ভর্তির টাকা ফেরত দেওয়া হবে না।

#কোন কোর্সে ভর্তির ফি কত ?


1. B.A 1st year Geography Honours (1st and 2nd Sem. together) 3690 /- 

2. B.A 1st year (সাম্মানিক বাংলা, ইংরেজি সংস্কৃত, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান ,সমাজবিজ্ঞান দর্শন এবং অর্থনীতি) 2535/-

3.B.SC 1st year (সাম্মানিক উদ্ভিদবিজ্ঞান প্রাণিবিদ্যা এবং রসায়ন প্রথম এবং দ্বিতীয় দুটি সেমিস্টার একসঙ্গে) 3690/-

4. B.A প্রথম বর্ষ ভূগোল এবং শারীর শিক্ষা বিভাগে (প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার একসঙ্গে) 2910 /-

5. বি.এ প্রথম বর্ষ সাধারণ বিভাগে (প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার একসঙ্গে)
2210/-

6. বি.এ প্রথম বর্ষ সাধারণ বিভাগে পিওর সায়েন্স এবং বায়ো সায়েন্স এর ফার্স্ট এবং সেকেন্ড সেম একসঙ্গে 3365/-

7.B.A প্রথম বর্ষ সাধারণ বাণিজ্য বিভাগে (প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার একসঙ্গে) 2340/-

বি.দ্র:- প্রত্যেকটি সেমিস্টারের ক্ষেত্রেই প্রত্যেক ছাত্র-ছাত্রীকে 450 টাকা পরীক্ষা ফী দিতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য দিন

নবীনতর পূর্বতন