ফের কলঙ্কের শিরোনামে তুফানগঞ্জ মহাবিদ্যালয়

8 ই জুলাই,2021,তুফানগঞ্জ: আবার কলঙ্কের শিরোনামে তুফানগঞ্জ মহাবিদ্যালয়। স্তব্ধ শুনশান ঝরঝরে বৃষ্টি স্নাত দিনে অমায়িক নাতিশীতোষ্ণ মজাদার আবহাওয়ায় কলেজ ক্যাম্পাসে নিভৃতে  অপ্রীতিকর অবস্থায় দুই ছাত্র-ছাত্রী দ্বয়কে দেখতে পেয়ে তার প্রতিবাদ করে কলেজের ছাত্র ছাত্রী সংসদের  সদস্যরা। জানা যায়, অধ্যক্ষের কাছে নিয়ে যেতে চাইলে তারা বাঁধা দেয়। উল্টে বহিরাগত দের কলেজ চত্বরে নিয়ে আসার অভিযোগ ওঠে ঐ ছাত্র-ছাত্রী দ্বয়ের বিরুদ্ধে। তারপর ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এমনকি কলেজ ক্যাম্পাসের ভেতর প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধেও কটূক্তি করা হয় বলে জানান তৃণমূল ছাত্র-ছাত্রী সংসদের সম্পাদক সমীর দাস। দুপক্ষের মধ্যে ধস্তাধস্তিতে আহত হন তিনি । তুফানগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে তাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তুফানগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করা হবে বলে তিনি জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য দিন

নবীনতর পূর্বতন