পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে তুফানগঞ্জ শহরের পেট্রোল পাম্প সংলগ্ন প্রধান সড়কে বিক্ষোভ দেখালো DYFI.

8ই জুলাই 2021,তুফানগঞ্জ: DYFI তুফানগঞ্জ মহকুমা কমিটির ডাকে পেট্রোল,ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে তুফানগঞ্জ শহরের পেট্রোল পাম্পের সামনে অবস্হান বিক্ষোভ প্রদর্শন করলো সংগঠনটি। 
আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন DYFI কোচবিহার জেলার সহ-সম্পাদক অসীম সাহা এবং জেলা কমিটির সদস্য রাহিদুল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন DYFI এর পশ্চিম লোকাল কমিটির সম্পাদক চন্দন দাস, দক্ষিণ লোকাল কমিটির সম্পাদক উৎপল সুত্রধর, এস.এফ.আইয়ের তুফানগঞ্জ আঞ্চলিক কমিটির সম্পাদক ও সভাপতি মেহবুব আলম ও রাকেশ বর্মন সহ অন্যান্য নেতৃত্বরা।

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য দিন

নবীনতর পূর্বতন