লাগাতার ছাত্র আন্দোলনে বেসামাল কোচবিহার, বরফ গলার আশায় মুখিয়ে পঞ্চানন ইউনিভার্সিটি।

06 ই জুলাই 2021,কোচবিহার : পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত কলেজগুলির পরীক্ষা এবং ভর্তি ফি মুকুবের দাবিতে বিগত ২' রা জুলাই স্টুডেন্টস' স্ট্রাগল কমিটির পক্ষ থেকে ইউনিভার্সিটি রেজিস্ট্রারের অফিসের সামনে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভের জেরে কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয় ভর্তির সময়সীমা বৃদ্ধি করা হবে এবং কলেজ কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরীক্ষার ফি মুকুব করা হতে পারে।

         তবে গত ৫'ই জুলাই ভর্তির সময়সীমা বাড়ানো হলেও পরীক্ষার ফি হ্রাস বা মুকুব কোনোটিই করা হয়নি। ফলে আজ আবারও 'স্টুডেন্টস স্ট্রাগল কমিটির' পক্ষ থেকে ছাত্র-ছাত্রীরা প্রথমে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে অভিযান চালায়। আন্দোলনকারীদের বক্তব্য সেখানে তৃনমূল ছাত্র পরিষদের দুস্কৃতিরা আন্দোলনকারী ছাত্র-ছাত্রীদের ওপর হামলা চালায় এবং এরপর বিনা নোটিশে বিশ্ববিদ্যালয়ের কার্যালয় বন্ধ থাকায় ছাত্রছাত্রীরা তাদের দাবি আদায়ের লক্ষ্যে কোচবিহার আই টি আই মোরে দীর্ঘক্ষণ পথ অবরোধ করেন। এরপর স্হানীয় পুলিশ প্রশাসন আন্দোলনকারীদের সঙ্গে মহকুমা শাসকের কথা বলান এবং ছাত্র-ছাত্রীদের দাবি নিয়ে তারা কথা বলবেন এবং সমাধানের চেষ্টা করবেন বলে আশ্বাস দেন।

                এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে ছাত্রছাত্রীরা অবরোধ তুলে নিলেও তাদের পক্ষ থেকে আন্দোলনকারী পড়ুয়া দিনহাটা মহাবিদ্যালয়ের ছাত্র সুনির্মল অধিকারী জানান,  পরীক্ষা এবং ভর্তির ফি মুকুব না হলে পরবর্তীতে তারা আবারও আন্দোলনে সামিল হবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য দিন

নবীনতর পূর্বতন