মাস্কবিহীন পথ চারীদের বিরুদ্ধে অভিযান চালালো গঙ্গারাম থানার পুলিশ, নেতৃত্বে SDPO

দক্ষিন দিনাজপুরঃ দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার পুলিশ ও গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিকের পক্ষ থেকে রবিবার থেকে শুরু হয়েছে মাক্স বিহীন যাত্রী, পথচারী, যানবাহন চালকদের তল্লাশি। করোনার তৃতীয় ঢেউ কে প্রতিহত করতে বুনিয়াদপুরে রবিবার মাক্স পরিয়ে সচেতন করলেন পুলিশ প্রশাসন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে 13 জনকে আটক করা হয়। মহকুমা পুলিশ আধিকারিক দীপ কুমার দাস বলেন যাদের মুখে মাক্স নেই তাদের বিরুদ্ধে অভিযান। প্রত্যেককে মাক্স পরিয়ে সচেতন করা ছাড়াও 13 জনকে আটক করেছি। কোভিড বিধি লঙ্ঘনের দায়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। করোনার তৃতীয় ঢেউ কে প্রতিহত করতে আগামী দিনেও আমাদের অভিযান চলবে।

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য দিন

নবীনতর পূর্বতন