আজ দল পরিবর্তনের আগাম আভাসে অন্দরান ফুবাড়ি তৃণমূল কংগ্রেসে প্রবল গোষ্ঠীদ্বন্দ্বের আশঙ্কা!

বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে তুফানগঞ্জ বিধানসভার অন্তর্গত অন্দরানফুলবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতের বর্তমান প্রধান ধরণী কান্ত বর্মন সহ একাধিক নেতা বিজেপি পরিত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছেন। 

আর এই খবর চাউর হতেই তৃণমূল যুব নেতৃত্বের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। অনেকে আবার দল ছাড়ার কথা ভাবছেন। গত 23 এ মে' র পর এই গ্রাম পঞ্চায়েতের অনেক তৃণমূল কর্মী বাড়ি ছাড়া হয়েছিলেন। 

বাড়িছাড়া হওয়ার পেছনে অন্দরানফুলবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতের বর্তমান প্রধানসহ সহ একাধিক বিজেপি নেতা জড়িত ছিলেন বলে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তৃণমূল কংগ্রেসের নীচু স্তরের কর্মীরা বারংবার দাবী করেছেন।

পার্টি'র অভ্যন্তরে দল পরিবর্তনের এই খবর পেয়ে বেজায় ক্ষুব্ধ তুফানগঞ্জ 1 নং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কমল রায়। সেবা বিনোদনকে তিনি জানিয়েছেন যে দুর্দিনে যারা TMC দলটা করেছেন, তাদের মতামত না নিয়ে যেভাবে পার্টির কতিপয় নেতৃত্ব অন্দরানফুলবারি ১ নং গ্রাম পঞ্চায়েতের বিজেপি নেতৃত্বদের তৃণমূলে ঢোকানোর চেষ্টা করছেন তাতে আখেরে দলেরেই ক্ষতি হবে। 
কেননা দুর্দিনে যুব তৃণমূল কংগ্রেস কর্মীরা প্রাণের ঝুঁকি নিয়ে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত এলাকায় দলের কাজ করেছেন , আজ কি এমন পরিস্থিতি হল যে রাজ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও বিজেপির এই সমস্ত নেতাদের দলে নিতে হয় তা তার বোধগম্য হচ্ছে না।

ইতিমধ্যে এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ক্ষোভ ব্যক্ত করছেন তৃণমূলের সর্বস্তরের কর্মীরা। ফলে একথা সহজেই অনুমেয় আজকে যদি কমিউনিটি হলে তৃণমূল কংগ্রেসের কর্মী সভার মাধ্যম বিজেপি কর্মীরা তৃণমূলে যোগদান করেন তাহলে তুফানগঞ্জ যে দলের অভ্যন্তরে ব্যাপক বিদ্রোহ শুরু হতে চলেছে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না।

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য দিন

নবীনতর পূর্বতন