বক্সিরহাট 2 নং ব্লকে গঠিত হল কামতাপুরি ভূমিপুত্র মহাজোটের এডহক ব্লক কমিটি।

নারায়ণী রেজিমেন্টে কামতাপুরি ভূমিপুত্রদের অন্তর্ভুক্তি করণ ও নারায়ণী ব্যাটেলিয়ন ও নারায়ণী প্যারামিলিটারিতে কামতাপুরি ভূমিপুত্রদের অগ্রাধিকারের দাবীতে উত্তরবঙ্গে
আন্দোলনের ঝড় তুলতে রাস্তায় নেমে
আন্দোলনের কর্মসূচি শুরু করতে তুফানগঞ্জ 2 নং ব্লকে এডহক কমিটি গঠন করলো কামতাপুরি ভূমিপুত্র মহাজোট। এদিনের এই বৈঠকটি অনুষ্ঠিত হয় বক্সিরহাট ব্লকের হরিরহাট বাজার সংলগ্ন ভান্ডিজেলাস গ্রামের এক কর্মীর বাড়িতে। উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের চিফ গোড়েয়া (সভাপতি) ধনঞ্জয় বর্মন সহ একাধিক স্থানীয় নেতৃত্ব। সকালে স্থানীয় কর্মীদের নিয়ে তিন আলি মোড়ে ভারতের 75 তম স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন পর্ব 
শেষ করে,সেই এলাকায় এক কর্মীর বাড়িতে সারাদিন দিন ধরে এই দলীয় কর্মসূচি অনুষ্ঠিত হয়। আর ঐ কর্মসূচি থেকেই তুফানগঞ্জ 2 নং ব্লকের এডহক কমিটি গঠিত হয়। সংগঠনের গোড়েয়া ধনঞ্জয় বর্মন বলেন আগামী অল্প কয়েক দিনের ব্যবধানে তুফানগঞ্জ 1 নং ব্লকেরও কর্মী পুনর্গঠন করা হবে। ইতিমধ্যে কামতাপুরি ভূমি পুত্র মহাজোটের প্রথম সারির জনপ্রিয় মুখ ভরত সিংহ সরকার অঞ্চল ভিত্তিক বুথ কমিটি গঠনের দিকে ব্যাপক মনোনিবেশ স্থাপন করেছেন। খুব অল্প সময়ের মধ্যে তাঁরা BDO অফিস গুলিতে স্মারকলিপি প্রদান কর্মসূচি শুরু করবেন বলে সংগঠন সূত্রে জানা গিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য দিন

নবীনতর পূর্বতন