গঠিত হল কামতাপুরি নির্যাতিত ইউনিট কমিটি | Seba Binodon

দক্ষিণ কামাখ্যাগুড়ি,রমাকান্ত,06th Oct.21:-রাজ্য সরকারের স্পেশাল হোম গার্ড পদে ইতি মধ্যে নিয়োগ হয়েছেন প্রাক্তন KLO ও লিংক ম্যানদের অনেকেই। কিন্তু নিয়োগের স্বল্প কয়েক দিনের ব্যবধানেই নিয়োগ সংক্রান্ত ব্যাপারে ভুয়ো KLO দের নিয়োগের অভিযোগ ওঠে। যে অভিযোগ আজও সমান তালে অব্যাহত রয়েছে।


অনেক পুরনো KLO ও লিঙ্ক ম্যান কর্মীদের  অর্থনৈতিক অবস্থা আজও ঐ একই অবস্থায় রয়েছে।ভূয়োদের দাপাদাপিতে ব্রাত্য থাকছেন তাঁরা।  তাই এক প্রকার বাধ্য হয়ে আবার তাঁরা গণতান্ত্রিক উপায়ে কামতাপুরি নির্যাতিত কমিটির পরিচয়ে পুরনো মঞ্চে সামিল হচ্ছেন ।


গতকাল দক্ষিণ কামাখ্যাগুড়ির জনৈক কর্মীর বাড়িতে 56 জন সদস্যকে নিয়ে আলিপুর দুয়ার-1;আলিপুর দুয়ার-2 এবং কুমারগ্রাম ব্লক নিয়ে একটি ইউনিট কমিটি গঠন করা হয়। নব নির্বাচিত এই ইউনিট কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দিলীপ রায়। সম্পাদক পদে নিরঞ্জন রায় এবং কোষাধ্যক্ষা পদে মনোনীত হয়েছেন কল্পনা রায়।


গতকালের এই কমিটি গঠন প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলার প্রাক্তন জেলা সভাপতি কর্ণ রায় সহ একাধিক জেলা ও কেন্দ্রীয়  নেতৃত্ব।

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য দিন

নবীনতর পূর্বতন