তুফানগঞ্জ, রমাকান্ত,23th Sept.2021 :- তুফানগঞ্জ পৌরসভার প্রশাসক পদে মনোনীত হয়েই একের পর এক উন্নয়ন যজ্ঞে সামিল হচ্ছেন পৌরসভার 12 নং ওয়ার্ডের কাউন্সিলর ইন্দ্রজিৎ ধর। প্রতিদিন প্রাতঃভ্রমণ করে সংশ্লিষ্ট পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ওয়ার্ডে ঘুরে সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনছেন এবং তা দ্রুত সমাধান করার চেষ্টা করছেন।
ইতিমধ্যে সদ্য নির্বাচিত পৌর প্রশাসকের এহেন উদ্যমী কাজের ভূয়সী প্রশংসা করেছেন শহর বাসী। আজ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের ব্যবস্থাপনায় পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত আইন ও শ্রম দপ্তরের মন্ত্রী মলয় ঘটকের সঙ্গে সাক্ষাৎ করলেন তুফানগঞ্জ পৌরসভার সদ্য নিয়োজিত পৌর প্রশাসক ইন্দ্রজিৎ ধর। এদিন তিনি মন্ত্রীর সঙ্গে তুফানগঞ্জ থানা চৌপথি থেকে কালিবাড়ি রেগুলেটেড মার্কেট পর্যন্ত PWD রাস্তার সম্প্রসারণ প্রসঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন। শুধু তাই নয়, রাস্তার দুধারে অত্যাধুনিক হাই ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার জন্য তিনি নগর উন্নয়ণ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে বিশদে আলোচনা করেছেন। টেলিফোনে তিনি সেবা বিনোদনকে জানান যে তুফানগঞ্জ পৌরসভাকে অত্যাধুনিক ভাবে সাজিয়ে তোলার জন্য তিনি কোন চেষ্টার খামতি রাখবেন না।