বাংলা দেশে ইসলামী মৌলবাদ প্রসঙ্গে প্রভাষ ঘোষের বিশেষ বিবৃতি

এসইউসিআই (কমিউনিস্ট)'র সাধারণ সম্পাদক শ্রী প্রভাস ঘোষ বাংলাদেশের কিছু স্থানে পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্রমূলক  ক্রিয়াকলাপকে অজুহাত করে ইসলামী মৌলবাদী শক্তির দ্বারা মন্দির ও ধর্মীয় মূর্তি আক্রমণের ঘটনায় গভীর যন্ত্রণা ও উদ্বেগ ব্যক্ত করে আজ এক বিবৃতিতে বলেছেন।* 

একথা সর্বজনবিদিত যে- সাম্প্রদায়িক অস্থিরতা কিংবা দাঙ্গা কেবল মানুষের প্রাণ কিংবা সম্পত্তি ধ্বংস করে না, শ্রমজীবী মানুষের ঐক্য বিনষ্ট করে, তাদের মধ্যে বিদ্বেষ বিভাজন সৃষ্টি করে, বাস্তব জীবনের জ্বলন্ত সমস্যা গুলির থেকে জনগনের দৃষ্টি ঘুরিয়ে দেয়। গণতান্ত্রিক প্রগতিশীল আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করার মাধ্যমে শাসক দলগুলি, শোষক শ্রেণী ও প্রতিক্রিয়াশীল শক্তিকে শক্তিশালী করে। 

কেবল গণতান্ত্রিক-ধর্ম নিরপেক্ষ মানুষই নন, সৎ ধার্মিক মানুষও এই ঘৃণ্য ঘটনাকে তীব্র নিন্দা না জানিয়ে পারেন না।

আশা সঞ্চার করার মতো ঘটনা এই যে- বাংলাদেশের বিরাট অংশের সাধারণ মানুষ সাম্প্রদায়িক ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রকাশ্যে বিরোধিতায় নেমেছেন এবং বাংলাদেশের গণ মানুষের ঐক্য রক্ষায় দৃঢ় অবস্থান নিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য দিন

নবীনতর পূর্বতন