কোচবিহার জেলা জুড়ে পালিত হল ঐতিহাসিক নভেম্বর সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৪ তম বার্ষিকী



৭নভেম্বর,২০২১ কোচবিহার: দেশের বিভিন্ন প্রান্তের ন্যায় কোচবিহার শহরে পালিত হল ঐতিহাসিক নভেম্বর সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৪ তম বার্ষিকী।

 

আজ এসইউসিআই(কমিউনিস্ট) দলের পক্ষ থেকে কোচবিহার জেলা কার্যালয়ে সকাল ৮ শ্রমিক মুক্তির রক্ত পতাকা উত্তোলন ও সোভিয়েত সমাজতান্ত্রিক বিপ্লবের রূপকার মহান লেনিন ও সংগঠক মহান স্ট্যালিনের প্রতিকৃতিতে মাল্যদান করেন দলের কোচবিহার জেলা কমিটির সম্পাদকমন্ডলীর প্রবীণ সদস্য শংকর গাঙ্গুলি। উপস্থিত ছিলেন দলের শহর লোকাল কমিটির সম্পাদক নেপাল মিত্র। পাশাপাশি সকাল ৯ টায় স্থানীয় কাছারি মোড়, পঞ্চরঙ্গী মোড়ও খাগড়াবাড়ী চৌপথিতেও মহান নভেম্বর বিপ্লব পালিত  হয়। কাছারি মোড়, খাগড়াবাড়ি চৌপথি ও  পঞ্চরঙ্গি মোড়ে মহান লেনিন ও স্ট্যালিনের প্রতিকৃতিতে মাল্যদান করেন দলের নেতৃত্ব, সদস্য সমর্থক ও পথচলতি মানুষজন।


লেনিন- স্টালিনের বলশেভিক পার্টির নেতৃত্বে শ্রমিকশ্রেণী ১৯১৭ সালের ৭-১৭ নভেম্বর দুনিয়া কাঁপানো দশ দিনের মধ্য দিয়ে সমাজতান্ত্রিক  বিপ্লব সফল করে। সমাজতান্ত্রিক ব্যবস্থা কায়েম করে রাশিয়ার বলশেভিক পার্টি মহান নেতা লেনিনের নেতৃত্বে যেখানে সমস্ত নাগরিকদের কর্মসংস্থানের নিশ্চয়তা ছিল, সম্পূর্ণ বিনামূল্যে সকলের জন্য চিকিৎসা এবং শিক্ষার ব্যবস্থা করেছিল সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন। কৃষি এবং শিল্পক্ষেত্রে অভূতপূর্ব অগ্রগতি ঘটিয়েছিল। নভেম্বর বিপ্লব প্রমাণ করেছিল শ্রমিকশ্রেণী শুধু রাষ্ট্রক্ষমতা দখল  নয়, সাফল্যের সঙ্গে রাষ্ট্র পরিচালনায় করতে পারে। তাই ভারতবর্ষের বুকেও বেকারমুক্ত, দারিদ্র্যমুক্ত এবং ধন বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে পুঁজিবাদবিরোধী সমাজতান্ত্রিক বিপ্লব গড়ে তোলার সংগ্রামে এগিয়ে আসার আহ্বান জানান দলের নেতা নেপাল মিত্র।


একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য দিন

নবীনতর পূর্বতন