চৌঠাঅক্টোবর,২১কোচবিহার:- গতকাল (৩/১০/২১) উত্তরপ্রদেশের লখিমপুরে বিজেপির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের পুত্রের (আশিস) গুলি ও গাড়ী চালিয়ে শান্তিপূর্ণ কৃষক মিছিলে নৃশংস ভাবে ৬ জন কৃষককে হত্যা করে। কৃষক নেতা সহ আরো অনেকে আহত। এই হত্যাকাণ্ডকে ধিক্কার জানিয়ে আজ প্রবল প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও কোচবিহারশহরে এসইউসিআই(কমিউনিস্ট) দলের পক্ষ থেকে একটি মিছিল সম্পন্ন হয়। স্থানীয় ক্ষুদিরাম স্কোয়ার থেকে শুরু করে কাচারী মোড় - হরিশপাল চৌপথি - ভবানীগঞ্জ বাজার ও বাস টার্মিনাস সহ শহরের গুরুত্বপূর্ণ পথ পরিক্রমন করে জেলা অফিসে শেষ হয়।
আজকের মিছিলে নেতৃত্ব দেন দলের জেলা সম্পাদকমন্ডলীর সদস্য নেপাল মিত্র। তিনি বলেন, গতকালের শান্তিপূর্ণ কৃষক মিছিলে বিজেপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী পুত্রের গুলি ও গাড়ী চালিয়ে কৃষক হত্যাকান্ডের আমরা তীব্র নিন্দা জানাই।
বিজেপি কর্তৃক এই কৃষক হত্যা বিচ্ছিন্ন ঘটনা নয়। আমরা এর আগেও দেখেছি, দিল্লীতে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আন্দোলনেও একই কায়দায় বিজেপির গুন্ডাবাহিনী ছাত্রছাত্রীদের উপর গুলি চালায়। আমরা শুভবুদ্ধিসম্পন্ন , বিবেকবান গণতন্ত্রপ্রিয় সকল মানুষের কাছে আবেদন করছি, বিজেপি সরকারের এই কৃষক হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ সামিল হোন।
পাশাপাশি আমরা দাবি করছি,
১/অবিলম্বে এই কৃষক হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত মন্ত্রী পুত্রের বিরুদ্ধে ৩০২ ধারায় মামলা রুজু করতে হবে।
২/এই হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত করতে হবে। ৩/স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রকে পদত্যাগ করতে হবে। ৪/মন্ত্রী পুত্র সহ তার সঙ্গীদেরগ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
৫/নিহত ও আহত কৃষক পরিবারদের ক্ষতিপূরণের ব্যবস্থা দ্রুততার সাথে করতে হবে।