কোচবিহার, ১৮ এপ্রিল, ২২: গতকাল সন্ধ্যায় কোচবিহার ১ নং ব্লকের শুটকাবাড়ী, মোয়ামারি অঞ্চলের বেশ কিছু এলাকায় ঘূর্ণিঝড়ে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, সে এলাকায় এস. ইউ .সি আই (সি) দলের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য নৃপেন কার্য্যির নেতৃত্বে একটি প্রতিনিধি দল এলাকায় সরেজমিনে পরিদর্শন করে জানায় যে, একাদশ শ্রেণীর ছাত্র জাহাঙ্গীর আলম ও দেবদাস পাল এই ঝড়ে মর্মান্তিক মৃত্যুর কবলে ঢলে পরেন। বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঝড়ের দাপটে বিস্তীর্ণ এলাকা বাড়ী-ঘর, গাছ-পালা ভেঙে ধ্বংস স্তুপে পরিণত হয়। ভুট্টা, পাট সহ সবজিক্ষেত সম্পূর্ণ ভাবে নষ্ট হয় যায়। এই পরিস্থিতিতে SUCI (C) দলের জেলা সম্পাদক শিশির সরকার বলেন,
এই প্রাকৃতিক ধ্বংস লীলার পরিপ্রেক্ষিতে যুদ্ধকালীন তৎপরতায় ক্ষতিগ্রস্ত মানুষদের উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। নিহত, আহত ও ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রাণ দেওয়ার ক্ষেত্রে সর্বদলীয় কমিটি গঠন করতে হবে। ক্ষতিগ্রস্ত কৃষকদের বিনা সুদে ঋণ দিয়ে বিকল্প চাষের ব্যবস্থা করতে হবে। সেই সঙ্গে জেলা স্তরে সর্বদলীয় মিটিং ডাকার আহ্বান করেন