রমাকান্ত, তুফানগঞ্জ,04.02.22 : - বাংলার রাজনৈতিক মহাকাশে কি এবার জুড়তে চলেছে নতুন সমীকরণ ? হ্যাঁ সবকিছু ঠিক-ঠাক থাকলে চলতি ফেব্রুয়ারি মাসে তাই হতে চলেছে! এবার সঙ্গত কারণে আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে কি সেই নতুন সমীকরণ ? এবার আসা যাক নতুন সমীকরণ সমাধানের অনুসন্ধানে---
2017 সালের পর পাঁচ বছরের বিরতিতে কোচবিহারের তথাকথিত অনন্ত মহারাজের উদ্যোগে বীর সেনাপতি চিলারায়ের 512 তম জন্ম দিবস অনুষ্ঠিত হতে চলেছে কুচবিহার 2 নং ব্লকের অন্তর্গত সিদ্ধেশ্বরী গ্রামে।
গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আগামী 14 থেকে 15 ই ফেব্রুয়ারি পর্যন্ত দ্বি-দিবসীয় এই অধিবেশন চলবে সেখানে।
প্রথম থেকেই বিজেপি ঘনিষ্ঠ পরিচিত মুখ হিসাবে পরিচিত ছিলেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা নেতা অনন্ত মহারাজ।
অতীতের বিভিন্ন অনুষ্ঠানে বিজেপি নেতাদের সঙ্গে অনন্ত বাবুকে এক মঞ্চে দেখা গিয়েছিল। বিজেপি নেতাদের সঙ্গে তার এই দহরম-মহরম বলা চলে সর্বজনবিদিত ছিল।
এহেন অবস্থায় 180 ডিগ্রি কোণে পাল্টি খেয়ে মুখ্যমন্ত্রীকে তাদের কর্মসূচিতে যোগদানের জন্য মৌখিকভাবে বলা এবং পরবর্তীতে পত্র প্রেরণ দ্বারা আমন্ত্রণ জানানোর প্রক্রিয়া স্বয়ং মহারাজের পক্ষ থেকে ব্যবস্থা করায় রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।
সূত্র মারফত জানা গিয়েছে যে স্বয়ং মুখ্যমন্ত্রী সেই অধিবেশনে উপস্থিত থাকার ইচ্ছা প্রকাশ করেছেন।
যা গতকালকে কোলকাতায় এক প্রশাসনিক বৈঠকে উপস্থিত কোচবিহারের ডি.এম এবং এস.পিকে ফেব্রুয়ারী মাসে কোচবিহারে আসার কথা বলে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
তবে আসার কারণ খোলসা না করলেও তিনি যে গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের অধিবেশনে যোগ দিতে পারেন তা একপ্রকার নিশ্চিত করে বলাই চলে।
হয়তো সেখানেই গলতে পারে বরফ। অধিবেশনের গতি-প্রকৃতির দিকে তাকিয়েই রাজনৈতিক মহল।