মহাবিদ্যালয়ে DSO'র দেওয়াল লিখনে TMCP'র হামলা | Seba Binodon

মেখলিগঞ্জ ২৮ মে :বিজেপি সরকার প্রবর্তিত জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিলের দাবিতে  মেখলিগঞ্জ কলেজের সামনে দেওয়াল লিখনের সময়ে AIDSO কর্মীদের বিরুদ্ধে বাঁধা দান ও কুৎসিৎ আক্রমণের অভিযোগ উঠলো টি.এম.সি.পি'র গুন্ডাবাহিনীর বিরুদ্ধে।
 

বাধাকে উপেক্ষা করেও দেওয়াল লিখতে গেলে টিএমসিপির  গুন্ডাবাহিনী ডি এস ও  কর্মীদের দেওয়াল লেখার তুলি এবং রং ছুড়ে ফেলে দেয় এবং ডি এস ও  কর্মীদের এলোপাথাড়ি কিল চর ঘুসি মারে এবং ভবিষ্যতে টিএমসিপি ছাড়া অন্য কোন সংগঠন কাজ করতে পারবে না বলে হুঁশিয়ারি দেয়। টিএমসিপির গুন্ডামির রাজনীতিকে ধিক্কার জানিয়ে এবং আক্রমণকারী টিএমসিপি গুন্ডাদের গ্রেপ্তারের দাবিতে মেখলিগঞ্জ শহরে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদ সভা করল অল ইন্ডিয়া ডিএসও। সংগঠনের কোচবিহার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য  কৃষ্ণ বসাক বলেন শুধু গায়ের জোরে টিএমসি ডি এস ও সংগঠনের কাজকর্ম স্তব্ধ করে দিতে চায়। অবিলম্বে আক্রমণকারী টিএমসিপি দুষ্কৃতীদের গ্রেফতার করা না হলে ভবিষ্যতে আরও তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য দিন

নবীনতর পূর্বতন