মেখলিগঞ্জ কলেজে AIDSO ছাত্রদের উপর আক্রমণকারী TMCP দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ কোচবিহার এস পি অফিসে বিক্ষোভ কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করলো AIDSO.
AIDSO'র কোচবিহার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য আসিফ আলম বলেন--
আজ মেখলিগঞ্জ কলেজে এআইডিএসও ছাত্রদের উপর টিএমসিপি'র গুন্ডা বাহিনী হামলা চালায় । মেখলিগঞ্জ কলেজের ছাত্র নারায়ণ চন্দ্র বর্মন, দয়াল বর্মন, হরেন বর্মন আজ কলেজে গেলে তাদের উপর TMCP দুষ্কৃতীরা আক্রমন করে । গুরুতর আহত অবস্থায় হরেন বর্মন মেখলিগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন। প্রসঙ্গত উল্লেখ্য, গত 28/05/2022 তারিখে জাতীয় শিক্ষানীতি'20 বাতিলের দাবিতে দেওয়াল লিখন করতে গেলে TMCP বাধা দেয় এবং AIDSO কর্মীদের উপর মারধর শুরু করে।
এই ঘটনার বিচারের দাবিতে টিএমসিপির গুন্ডাদের সুনির্দিষ্ট নাম দিয়ে থানায় অভিযোগ জানানো হলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে DSO'র পক্ষ থেকে অভিযোগ করে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে।
উপরন্তু আজকে AIDSO কর্মীরা কলেজে গেলে তাদের উপর হামলা চালায় এবং অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকে।
মেখলিগঞ্জ কলেজে TMCP'র এহেন দুষ্কৃতি সুলভ তাণ্ডবের বিরুদ্ধে কোচবিহার SP অফিস ঘেরাও করে নিম্নলিখিত দাবী সনদ সমূহ উপস্থাপন করেন AIDSO'র কোচবিহার জেলা কমিটি।
১। অবিলম্বে AIDSO ছাত্রদের উপর আক্রমণকারী টিএমসিপি গুন্ডাবাহিনীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
২। কলেজ ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে।
৩। কলেজে স্বাভাবিক ও সুষ্ঠু পঠন পাঠন চালু করতে হবে।
আজ এসপি অফিসে ঢোকার মুহূর্তে পুলিশ DSO কর্মীদের বাধা দিলে সেখানেই অবস্থান করে বিক্ষোভ দেখায় সংশ্লিষ্ট সংগঠনের সদস্যরা।
পরে এস পি সাহেব DSO'র ডেপুটেশন গ্রহণ করে আশ্বস্ত করেন যে তিনি TMCP দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তার করবেন।
পরবর্তীতে পুলিশকে হুশিয়ারির সুরে বলা হয় যে অবিলম্বে পুলিশ যদি দুষ্কৃতীদের গ্রেপ্তার করা না হয়, তবে তাঁরা জেলা জুড়ে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন।