বহির্বিভাগে এসে ডাক্তারের অনুপস্থিতি | Seba Binodon



তুফানগঞ্জ,2'রা জুলাই 22: তুফানগঞ্জ মহকুমা হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা করতে এসে চিকিৎসককে খুঁজে না পেয়ে সোশ্যাল মিডিয়ায় বিষোদগার করলেন শালবাড়ির বাসিন্দা রাজিবুল মিঞা।

তিনি হাসপাতালের দেওয়ালে লেখা গাইনো ডাক্তারদের দায়িত্ব তালিকা দেখে নির্দিষ্ট দিবসে হাসপাতালে হাজির হয়েও ডাক্তারদেরর খুঁজে পাচ্ছেন না। 

হাসপাতলে এসে গাইনো চিকিৎসককে খুঁজে না পাওয়ার এই সমস্যা শুধু রাজিবুলের নয়, বহু মানুষ গাইনো ডাক্তারদের দেখাতে এসে এইভাবে দিনের পর দিন হয়রানির স্বীকার হচ্ছেন। কিন্তু গাইনো ডাক্তার বাবুদের কোথাও খুঁজে পাচ্ছেন না।

হাসপাতালের দেওয়ালে গাইনো ডাক্তারদের যে দায়িত্ব তালিকা দেওয়া হয়েছে,সেই দায়িত্ব তালিকা অনুসরণ করে কেন সাধারণ মানুষ বারবার চিকিৎসকদের খুঁজে না পেয়ে চরম হেনস্তার শিকার হচ্ছেন তা নিয়ে মহকুমার সাধারণ ভুক্তভোগী জনতার মধ্যে তীব্র অসন্তো সৃষ্টি হয়েছে।

গাইনো ডাক্তারদের হাসপাতালের দেওয়ালে টাঙিয়ে দেওয়া দায়িত্ব তালিকা অনুসারে নির্দিষ্ট সময়ে তাদের সরকারি চেম্বারে খুঁজে না পেয়ে ক্রুদ্ধ হয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিচ্ছেন এবং এই অনুপস্থিতির কারণ হিসেবে অনেকেই ডাক্তারদের প্রাইভেট চেম্বারে ব্যস্ত থাকার কারণকে চিহ্নিত করেছেন।

তবে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে এই সমস্যার দ্রুত সমাধান না হলে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে যে একসময় ডাক্তারদের উপর জনরোষ আছড়ে পড়বে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না।


একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য দিন

নবীনতর পূর্বতন