বিনা মূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির | Seba Binodon

29 শে জুলাই,শনিবার ২০২২: টাটা টিস্কোন(TATA TISCON)এর ব্যবস্থাপনায় ও বিডিও তুফানগঞ্জ শাখার সহযোগিতায় তুফানগঞ্জ নিউটাউন নব বিচিত্রা ক্লাব অনুষ্ঠিত হলো বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। এই শিবিরে প্রত্যেককে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।


এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন তুফানগঞ্জ এর বিশিষ্ট চিকিৎসক সুপ্রিয় রায়। মাথাভাঙ্গা মহাকুমা হাসপাতালের নার্স পাপড়ি রায়। এই স্বাস্থ্য শিবিরে মোট ১০০ জন তুফানগঞ্জের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ তাদের স্বাস্থ্য পরীক্ষা করান। তার সাথে সাথে ২৫টি দুস্থ পরিবারের হাতে মশারী তুলে দেওয়া হয়। এই স্বাস্থ্য পরীক্ষা শিবির উপস্থিত ছিলেন সংগঠনের তরফ থেকে সাথী বসাক, সুপ্রিয় চক্রবর্তী, প্রতাপ সাহা, অভয় সাহা, দীপঙ্কর সাহা,অনুপ সাহা, প্রিয়াঙ্কা সিংহ, পিন্টু দাস প্রমুখ ব্যক্তিত্ব। টাটা টিসকনের তরফ থেকে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার ও কোচবিহারের মার্কেটিং ম্যানেজার বাসু রায়।

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য দিন

নবীনতর পূর্বতন